খেলা
আর্জেন্টিনার কাছে হারের জের, চাকরি হারালেন ব্রাজিলের কোচ
স্পোর্টস ডেস্ক
(৩ দিন আগে) ২৯ মার্চ ২০২৫, শনিবার, ৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০২ অপরাহ্ন

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল। ম্যাচের পর থেকেই ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের চাকরি হারানোর গুঞ্জন ভাসা শুরু হয়। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। গতকাল রাতে এক বিবৃতিতে দরিভালকে বরখাস্তের বিষয় নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
বিবৃতিতে বলা হয়, 'ব্রাজিলিয়ান কনফেডারেশন জানাচ্ছে কোচ দরিভাল জুনিয়র আর দায়িত্বে নেই। বোর্ড তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। এখন থেকে সিবিএফ তার বদলি সন্ধান করবে।'
২০২৪ সালে ব্রাজিল দলের দায়িত্ব নেন দরিভাল। কার্লো আনচেলোত্তিকে না পেয়ে এই ব্রাজিলিয়ানকে নিয়োগ দেয় সিবিএফ। ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো এবং সাও পাওলোর হয়ে সাফল্য থাকায় তাকে নিয়ে আশাবাদী ছিলেন সমর্থকরা। ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিলের কোচ হিসেবে নিজের যাত্রা শুরু করেন দরিভাল। সেই শেষ, এরপর আর তার অধীনে উল্লাসের উপলক্ষ্য খুব একটা পায়নি ব্রাজিল সমর্থকরা। ব্রাজিলের কোচ হিসেবে সব মিলিয়ে ১৬ ম্যাচ দায়িত্ব পালন করেছেন দরিভাল। যেখানে ৭ জয় এবং ৭ ড্রয়ের পাশাপাশি ২ টি ম্যাচে হেরেছে ব্রাজিল।