খেলা
বর্ণবাদ, বৈষম্য ও সহিংসতা নির্মূলে নেতৃত্ব দিবেন রোনালদো নাজারিও
স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৫, শনিবারদক্ষিণ আমেরিকান ফুটবলে বর্ণবাদ, বৈষম্য ও সহিংসতা নিয়ে প্রতিনিয়ত খবর বের হয়। নানাভাবে এটি নির্মূল করার চেষ্টা হলেও এটি বন্ধ হচ্ছে না পুরোপুরি। এবার এটি নির্মূল করার জন্য তৈরি বিশেষ টাস্ক ফোর্সকে নেতৃত্ব দিবেন ব্রাজিলের দুইবারের বিশ্বকাপ জয়ী রোনালদো নাজারিও ডি লিমা। মহাদেশীয় ফুটবল সংস্থা কনমেবল গতকাল এই তথ্য জানায়। রোনালদোর সঙ্গে এই টাস্কফোর্সে আছেন ফিফা সেক্রেটারি জেনারেল ফাতমা সামৌা এবং সাবেক আর্জেন্টাইন খেলোয়াড় ও ফিফপ্রো দক্ষিণ আমেরিকা প্রেসিডেন্ট সার্জিও মারচিম। এক বিবৃতিতে কনমেবল জানায়, ‘খেলাধুলা ও সমাজ দুটোকেই প্রভাবিত করে এমন আচরণ নির্মূলে নীতিমালা প্রণয়ন করা এবং প্রতিরোধ ও শাস্তিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হবে এর লক্ষ্য।’ সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গেজ। বর্ণবাদের কারণে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর কোপা লিবার্তাদোরেস থেকে সরে দাঁড়ানোর ব্যাপারটি প্রতিযোগিতাকে চিতা ছাড়া টারজান বানিয়ে দেবে, এমন মন্তব্য করে তোপের মুখে পড়েন ডোমিঙ্গেজ। এই বিষয়টির সুরাহা করতে তিনি শীর্ষস্থানীয় নেতা, সরকারি কর্মকর্তা, সাবেক খেলোয়াড় ও খেলোয়াড়দের সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর ১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপ জয়ীকে নিয়োগ দেওয়া হয়।