খেলা
‘পরিকল্পনা করে ছক্কা মারি না’
স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৫, শনিবার
সিক্স মেশিন হিসেবে খ্যাত ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরানের দাবি তিনি পরিকল্পনা নিয়ে ছক্কা হাঁকান না। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের মাঠে ১৯৪ রান তাড়ায় বিস্ফোরক ইনিংস উপহার দেন পুরান। ক্যারিবিয়ান ব্যাটসম্যানের ব্যাট থেকে এদিন আসে ৬টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৭০ রানের ইনিংস। ম্যাচজয়ী এ ইনিংস খেলার পর পুরান বলেন, ‘ম্যাচে পরিকল্পনা করে ছক্কা মারি না। সর্বোচ্চ চেষ্টা করি ভালো পজিশনে যেতে, এরপর যদি বল সেখানে পাই, চেষ্টা করি ভালো টাইমিং করতে। গত ৯ বছরে নিজের ব্যাটিং নিয়ে কাজ করে চলেছি।’ এখন পর্যন্ত চলতি মৌসুমে দুই ম্যাচ খেলেই পুরান হাঁকান ১৩টি ছক্কা। চার মারেন ১২টি। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) প্রায় ১৮০ স্ট্রাইক রেটে ৫০০ রান করেন নিকোলাস পুরান। তাই এবারো এই ব্যাটারকে ২১ কোটি রুপিতে ধরে রেখেছিলো দলটি। এদিন ম্যাচ শেষে পুরান আরও বলেন, ‘নিজের ব্যাট স্পিড নিয়ে কখনও কাজ করিনি, সৌভাগ্যবশত এই প্রতিভাটা পেয়েছি আমি আগে থেকেই। আর কিছু নয়। তবে বছরের পর বছর ধরে যে ধরনের কাজ করে এসেছি, মাঠে সেসবের ফল পেয়ে এবং দলকে জেতাতে পেরে ভালো লাগছে।অবশ্যই এখন ব্যাটিং অর্ডারে ওপরের দিকে ব্যাট করার সুযোগ পাচ্ছি, পাওয়ার প্লেতে ব্যাট করতে পারছি। উইকেট যখন ভালো থাকে, ফায়দা নেয়াটা গুরুত্বপূর্ণ।’