ঢাকা, ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

ম্যারাডোনার মৃতদেহের ময়নাতদন্ত করা চিকিৎসক দিলেন নতুন তথ্য

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৫, শনিবারmzamin

দিয়েগো ম্যারাডোনার মৃতদেহের ময়নাতদন্তে অংশ নিয়েছিলেন ফরেনসিক চিকিৎসক মরিসিও কাসিনেল্লি। বৃহস্পতিবার সান ইসিদরো আদালতে তিনি সাক্ষ্য দেন, ম্যারাডোনার মৃতদেহ ব্যবচ্ছেদ করে মনে হয়েছে ’৮৬ বিশ্বকাপ কিংবদন্তি ‘যন্ত্রণা’য় ভুগে মারা গেছেন।
ম্যারাডোনার শেষ দিনগুলোয় চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন, তাদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে বিচার চলছে বুয়েনস আয়ার্সের সান ইসিদরো আদালতে। কোকেন ও মদ্যপানে আসক্ত ম্যারাডোনা মস্তিষ্কে অস্ত্রোপচারের সপ্তাহ দুয়েক পর ২০২০ সালের ২৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান। বুয়েনস আয়ার্সের এক অভিজাত এলাকায় ভাড়া করা বাড়িতে জীবনের শেষ দিনগুলো কেটেছে কিংবদন্তি ফুটবলারের।
হৃদ্‌?রোগ ও লিভার সিরোসিসে ভুগে মারা যাওয়ার আগে ‘অন্তত ১০ দিন’ ধরে ম্যারাডোনার ফুসফুসে পানি জমেছে বলে আদালতে সাক্ষ্য দেন কাসিনেল্লি। বিচারকদের তিনি বলেন, ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের এ বিষয়টি খেয়াল করা উচিত ছিল।
কাসিনেল্লি বলেছেন, ম্যারাডোনার হৃৎপিণ্ডের ওজন ‘স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হয়েছিল’। যেটার কারণে নিঃসন্দেহে মৃত্যুর আগে 
অন্তত ১২ ঘণ্টা তিনি ‘যন্ত্রণা’য় ভুগেছেন। কৌঁসুলিরা বলেছেন, সাতজনের মেডিকেল দলের অধীনে ম্যারাডোনার শেষ দিনগুলো ছিল ‘হরর থিয়েটার’।
অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর হৃদ্‌যন্ত্র বিকল ও ‘অ্যাকিউট পালমোনারি এডেমা’য় ভুগে ম্যারাডোনাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ফুসফুসে পানি জমলে এই অবস্থা হয়। কাসিনেল্লি আরও বলেছেন, যে বাড়িতে ম্যারাডোনা মারা যান, সেটা ‘ঘরোয়া হাসপাতালের জন্য বেমানান’ বলে মনে হয়েছে তার। মামলায় বিবাদীপক্ষকে ‘সম্ভাব্য ইচ্ছাপ্রসূত অবহেলাজনিত হত্যা’র দায়ে অভিযুক্ত করা হয়েছে। রোগী মারাও যেতে পারেন, তা জেনেও কিছু সিদ্ধান্ত কার্যকর করেছেন তারা। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে।

 

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status