খেলা
বিশ্বকাপের চেয়ে ৩ গুণ বেশি অর্থ পাবে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন!
স্পোর্টস ডেস্ক
(৫ দিন আগে) ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২৭ পূর্বাহ্ন

ক্লাব ফুটবলের হিসাব বদলে দিতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। নতুন আঙ্গিকে বৃহৎ পরিসরে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটি। চলতি মাসের শুরুর দিকে ফিফা জানায়, এবারের ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি ১ বিলিয়ন ডলার। চ্যাম্পিয়ন দল আর অন্যরা কত টাকা পাবে, বুধবার সেটি প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সে হিসেবে ইউরোপের শীর্ষ কোনো দল যদি শিরোপা জেতে, তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে ৩ গুণ বেশি অর্থ পাবে তারা।
৬ মহাদেশের ৩২টি দল নিয়ে এই নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ শুরু হবে আগামী ১৪ই জুন থেকে। যুক্তরাষ্ট্রের ১১ শহরের ১২টি ভেন্যুতে গড়াবে এই টুর্নামেন্ট, যার পর্দা নামবে ১৩ই জুলাই। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে যে অর্থের হিসেব ফিফা সামনে এনেছে, তা চোখ কপালে তোলার মতোই। ফিফা আগেই জানিয়ে রাখে যে, এবারের আসরে পুরস্কার দেয়া হবে ১০০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৫৭ কোটি ২৬ লাখ টাকা। ২০২২ কাতার বিশ্বকাপ জিতে আর্জন্টাইনদের পকেটে ঢুকে ৪ কোটি ২০ লাখ ডলার। সে সময়ে এর মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৪৪০ কোটি হলেও বর্তমানে তা ৫১০ কোটি ৬০ লাখেরও বেশি। ইউরোপের শীর্ষ কোনো ক্লাব, যেমন রিয়াল মাদ্রিদ যদি চ্যাম্পিয়ন হয়, তবে তারা পেতে পারে সর্বোচ্চ ১২ কোটি ৫০ লাখ ডলার অর্থাৎ প্রায় ১ হাজার ৫১৯ কোটি ৬৫ লাখ ডলার। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার চেয়ে প্রায় ৩ গুণ বেশি। ফিফা জানিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতি ক্লাবকে দেয়া হবে মোট ৫২ কোটি ৫০ লাখ টাকা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ হাজার ৩৮২ কোটি ৫৬ লাখ টাকা। ইউরোপের শীর্ষ র্যাঙ্কিংধারী ক্লাব অংশ নিয়ে পাবে ৩ কোটি ৮১ লাখ ৯০ হাজার ডলার (প্রায় ৪৬৪ কোটি ২৬ লাখ টাকা), ওশেনিয়া মহাদেশ থেকে খেলা একমাত্র ক্লাব অকল্যান্ড সিটি পাবে ৩৫ লাখ ৮০ হাজার ডলার (প্রায় ৪৩ কোটি ৫২ লাখ টাকা)। নতুন আঙ্গিকের গ্রুপ পর্বের ম্যাচে প্রতিটি ম্যাচের জয়ী দলের খাতায় যোগ হবে ২০ লাখ ডলার (২৪ কোটি ৩০ লাখ টাকা)) এবং ম্যাচ ড্র হলে দু’দল অর্ধেক টাকা ভাগ করে নেবে। শেষ ষোলোতে জয়ী ৮ দলের পকেটে ঢুকবে ৭৫ লাখ ডলার করে (৯১ কোটি ১৭ লাখ টাকা)। কোয়ার্টার ফাইনালে জয়ী ৪ ক্লাব পাবে ১ কোটি ৩১ লাখ ২৫ হাজার ডলার (১৫৯ কোটি ৫৬ লাখ টাকা), দুই ফাইনালিস্ট দল পাবে ২ কোটি ১০ লাখ ডলার (২৫৫ কোটি ৩০ লাখ টাকা। আর রানার্সআপ দলে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ৩ কোটি ডলার (৩৬৪ কোটি ৭১ লাখ টাকা) এবং জয়ী দল পাবে ৪ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৮৬ কোটি ২৯ লাখ টাকা। পুরস্কার ঘোষণা করতে গিয়ে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেন, ‘এই ফুটবল টুর্নামেন্টে সর্বকালের সবচেয়ে বড় পুরস্কার দেয়া হবে, যেখানে জয়ী দলকে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সম্ভাব্য অর্থ প্রদানের সম্ভাবনা আছে।’