ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

ভারত

'বিপুল সংখ্যক গাছ কেটে ফেলা মানুষ খুন করার চেয়েও গুরুতর অপরাধ'

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ২৬ মার্চ ২০২৫, বুধবার, ৩:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

mzamin

বিপুল সংখ্যক গাছ কাটা মানব হত্যার থেকেও গুরুতর অপরাধ—এমনই মন্তব্য করলো ভারতের সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, পরিবেশ আইন লঙ্ঘনের মামলায় এক ব্যক্তিকে প্রতি অবৈধভাবে কাটা গাছের জন্য ১ লাখ টাকা করে জরিমানা করেছে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ। আগ্রার তাজমহলের কাছে প্রায় সাড়ে ১০ হাজার স্কোয়্যার কি.মি অঞ্চল জুড়ে রয়েছে তাজ ট্র্যাপিজিয়াম জোন। ওই সংরক্ষিত এলাকা থেকে প্রায় সাড়ে চারশো গাছ কেটে ফেলার অভিযোগে মামলা দায়ের হয়েছিল সর্বোচ্চ আদালতে। 

৪৫৪টি গাছ কেটে ফেলার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়। সংশ্লিষ্ট মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ওই ৪৫৪টি গাছ থেকে পরিবেশের যে মঙ্গল হতো তা পুনরুদ্ধার করতে আরও ১০০ বছর লেগে যাবে। আর ওই গাছগুলো কাটার জন্য কারও অনুমতির তোয়াক্কা করেননি অভিযুক্ত। কেন্দ্রীয় ক্ষমতাপ্রাপ্ত কমিটির (CEC) সুপারিশ মেনে আদালত অভিযুক্ত শিব শঙ্কর আগরওয়ালকে ৪৫৪টি গাছ কাটার অপরাধে ১ লাখ টাকা করে জরিমানা দিতে নির্দেশ দেয়। 

অভিযুক্তের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী মুকুল রোহতগি আদালতে দোষ স্বীকার করে জরিমানার পরিমাণ কমানোর অনুরোধ জানান। তবে শীর্ষ আদালত তা প্রত্যাখ্যান করে জানায়, জরিমানার পাশাপাশি অভিযুক্তকে নির্দিষ্ট এলাকায় নতুন গাছ লাগানোর নির্দেশও মানতে হবে। আদালত আরও জানায়, যতদিন না এই নির্দেশিকা পুরোপুরি কার্যকর করা হচ্ছে, ততদিন তার বিরুদ্ধে চলা আদালত অবমাননার মামলা স্থগিত থাকবে। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাজ ট্র্যাপিজিয়াম জোনের মধ্যে ব্যক্তিগত মালিকানাধীন জমি এবং জঙ্গল নয় এমন জায়গা থেকে গাছ কাটার জন্য অনুমতি নিতে হয়।

সূত্র : এনডিটিভি

পাঠকের মতামত

খুব ভালো রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সারে চার শত গাছ কাটা (মানব হত্যার চেয়েও গুরুতর) যার ক্ষতিপূরণে শতবছর লাগবে সে অপরাধের সাজার জরিমানা এক লাখ টাকা খুবই কম নয়কি ?

নূর মোহাম্মদ এরফান
৫ এপ্রিল ২০২৫, শনিবার, ৩:২৬ অপরাহ্ন

Why don't in Bangladesh..Supreme Court has taken a very good decision..this is for everyone..100 years will take to regain the same environment again.

Anwarul Azam
২৬ মার্চ ২০২৫, বুধবার, ৫:৫১ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status