ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

ভারত

কলকাতা-লন্ডন সরাসরি বিমানের দাবি মমতার

'যারা প্রথম আসবেন, তাদের জ্বালানিতে ছাড় দেব'

সেবন্তী ভট্টাচার্য্য , কলকাতা থেকে

(১ মাস আগে) ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

বৃটিশ এয়ারওজের শেষ উড়ান কলকাতা থেকে ছেড়েছে বহু বছর আগে। কলকাতা থেকে লন্ডনের মধ্যে এয়ার ইন্ডিয়ার সরাসরি উড়ান প্রায় দশ বছরের বেশি সময় ধরে বন্ধ।  তাই লন্ডন থেকে কলকাতা পর্যন্ত সরাসরি উড়ান পরিষেবা চালুর জন্য জোরালো সওয়াল করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডন হাইকমিশনের পর মঙ্গলবার লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেলে ১ নম্বর এডওয়ার্ডয়ান হলে উপস্থিত বিদেশি শিল্পপতিদের অভ্যর্থনা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ‘যারা প্রথম এগিয়ে আসবেন, তাদের বিশেষ সুবিধা দেয়া হবে।’

অতীতে লন্ডন-কলকাতার সরাসরি বিমান পরিষেবা ছিল। ২০১১ সালের আগেই যা বন্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'আগে বৃটিশ এয়ারওয়েজের উড়ান কলকাতা থেকে লন্ডনে আসত। কিন্তু আমরা ক্ষমতায় আসার আগেই তা সরিয়ে নেয়া হয়। কেন এই সিদ্ধান্ত, তা আমি জানি না। তবে এখন সমস্ত উড়ানের আসন ভর্তি থাকে। আমাদের সরকার জ্বালানিতেও কিছু ছাড় দিচ্ছে। ফলে এয়ারলাইন্সের ব্যবসা ঊর্ধ্বমুখীই হবে।  

এ প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যারা প্রথমে আসবে, আমরা তাদের আগে জ্বালানিতে কর ছাড় সংক্রান্ত সুবিধা দেব।’ কলকাতা থেকে লন্ডন যেতে এখন ১৮ ঘণ্টা সময় লাগলেও সরাসরি কোনও উড়ান থাকলে তা ৮ ঘণ্টায় যাওয়া সম্ভব, জানান মমতা। 

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় লন্ডনের ফ্লাইট ধরেন মমতা। তবে হিথরো বিমানবন্দরে সাবস্টেশনে অগ্নিকাণ্ডের জেরে তার সফর সামান্য পিছিয়ে যায়। দুবাই হয়ে লন্ডনে যান তিনি। কলকাতা থেকে লন্ডন সরাসরি উড়ান পরিষেবা ফের চালু করার জন্য রাজ্য যে উদ্যোগী, তা গত বছর বিধানসভায় জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে ট্রাভেল এজেন্টদের দু’টি সর্বভারতীয় সংগঠনের সঙ্গে সরকারের বৈঠকও হয়েছিল, যেখানে এই পরিষেবা চালু নিয়ে আলোচনা হয়। এ বার এই নিয়ে লন্ডনে গিয়ে জোর সওয়াল করলেন মমতা।

লন্ডনে শিল্পবৈঠকে শিল্প কর্ণধারদের প্রবল প্রশংসার মধ্যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বৃটিশ লগ্নি বাড়ানোর ডাক দিলেন, তখন তাতে সাড়া পড়ল বিপুল। মুখ্যমন্ত্রীর সবিস্তার ব্যাখ্যায় আহ্বান, ‘পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন। ক্ষতি হবে না। লাভ হবে আপনাদের’।

পাঠকের মতামত

কলকাতা লন্ডন সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে।

Anwarul Azam
২৬ মার্চ ২০২৫, বুধবার, ২:১৫ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status