ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

ভারত

কলকাতায় ফুটবল স্কুল খুলছে ম্যানচেস্টার সিটি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(১ মাস আগে) ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

বৃটেনের ঐতিহ্যশালী ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি ভারতের প্রথম কলকাতায় ফুটবল স্কুল খুলতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃটেন সফরেই এ ব্যাপারে কলকাতার টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক তথা মৌ স্বাক্ষর করেছে ম্যানচেস্টার সিটি।  টেকনোর পক্ষে মৌ স্বাক্ষর  করেন  দেবদূত রায় চৌধুরী।  স্বাক্ষর অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। মঙ্গলবার লন্ডনে বাণিজ্য সম্মেলনে একথা ঘোষণা  করা হয়েছে। সেখানেই ম্যানসিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর  হাতে ক্লাবের জার্সি তুলে দেয়া হয়। মুখ্যমন্ত্রী  বাণিজ্য বৈঠকের বক্তৃতায়  ধন্যবাদ  জানান ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষকে।

ইংল্যান্ডের ঐতিহ্যশালী ফুটবল ক্লাবগুলোর মধ্যে অন্যতম  ম্যান সিটি। ১৮৮০ সালে প্রতিষ্ঠিত হয় এই ক্লাব। তখন নাম ছিল ‘সেন্ট মার্কস’। ১৮৮৭ সালে এই ক্লাবের নাম পরিবর্তন হয়। নতুন নাম হয় ‘আর্ডউইক অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব’। তার সাত বছর পর, অর্থাৎ ১৮৯৪ সালে এই ক্লাবের নাম বদলে হয় ম্যানচেস্টার সিটি। পূর্ব ম্যানচেস্টারের ‘ইত্তিহাদ স্টেডিয়াম’ তাদের ঘরের মাঠ। মোট ১০ বার প্রিমিয়ার লীগ জিতেছে তারা। তার মধ্যে ২০২০ থেকে ২০২৪ মৌসুম পর্যন্ত টানা চার বার চ্যাম্পিয়ন হয়েছে ম্যান সিটি। সাত বার এফএ কাপ ও এক বার ক্লাব বিশ্বকাপও জিতেছে ইংল্যান্ডের এই ক্লাব। ২০২২-২৩ মৌসুমে ইউরোপের সেরা ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লীগ জিতেছে সিটি।

কলকাতায় টেকনো ইন্ডিয়ার অধীনে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল রয়েছে। টেকনো সূত্রে জানা গেছে, শুধু পশ্চিমবঙ্গের ছেলেরাই নয়, ভারতের অন্যান্য রাজ্যের ছেলেরাও এই স্কুলে সুযোগে পাবেন।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status