অনলাইন
নরসিংদীতে আলোচনা সভা
নরসিংদী প্রতিনিধি
(৩ সপ্তাহ আগে) ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৮:১৬ অপরাহ্ন

নরসিংদী জেলা তথ্য অফিসের উদ্যোগে ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান এর সভাপতিত্বে ও মো: আলতাফ হোসেন মাস্টারের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী । অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার ওবাইদুল কবির মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক তোফাজ্জল হোসেন মাষ্টার, নরসিংদী ইসলামী ফাউন্ডেশন এর উপ-পরিচালক ইউসুফ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা দুর্যোগ ও ত্রান পুর্নবাসন কর্মকর্তা মো: ইউনুছ মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভি, জেলা মহিলা বিষয়ক অফিসার সেলিনা বেগম, নরসিংদী জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার অফিসার সুবর্ণা রানী সরকার,জেলা পরিবেশ অধিদপ্তর পরির্দশক আরিফা বেগম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রমুখ।