ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

শুরু হচ্ছে নতুন যুগের সূচনা

অপরাধ দমনে এআই ব্যবহার করছে মালয়েশিয়া

আরিফুল ইসলাম, মালয়েশিয়া

(৩ সপ্তাহ আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ৭:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১১ অপরাহ্ন

mzamin

বাণিজ্যিক অপরাধ দমনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া। এর মাধ্যমে সাইবার জালিয়াতি, অর্থ পাচার ও আর্থিক প্রতারণার তদন্ত এবং হাইওয়ে স্পিড ডিক্টেশন আরও দ্রুত ও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

দেশটির জনপ্রিয় অনলাইন দি ষ্টার জানিয়েছে, এআই ব্যবহারের আগে পুলিশ বাহিনীর পর্যাপ্ত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সোসাইটি মালয়েশিয়া। সংস্থাটির সভাপতি ড. আজরি শাহরেল আহমদ নজরি বলেন, "পুলিশের উচিত এআই প্রযুক্তি সঠিকভাবে বোঝা, তথ্য বিশ্লেষণ করা এবং মানব পর্যবেক্ষণের মাধ্যমে তদন্ত পরিচালনা করা। এআই কেবল তখনই কার্যকর হবে, যখন এটি দক্ষ হাতে পরিচালিত হবে। যথাযথ প্রশিক্ষণ ছাড়া, ভুল তথ্য বিশ্লেষণ ও অতিরিক্ত নির্ভরশীলতা তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।”

মালয়েশিয়ার বুকিত আমান বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগ (সিসিআইডি) জানিয়েছে, এআই ব্যবহারের ফলে তদন্ত কর্মকর্তারা দ্রুত মামলা নিষ্পত্তি করতে পারবেন। বিশেষ করে, ব্যাংক নেগারার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের সঙ্গে সংযুক্ত করে এআই-চালিত টুলগুলো মিউল অ্যাকাউন্ট শনাক্ত করতে ও সন্দেহজনক লেনদেন ট্র্যাক করতে সক্ষম হবে।

ইউনিভার্সিটি পুত্র মালয়েশিয়ার গণিত গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা পুত্রাজিপিটি নামে একটি উন্নত এআই মডেল তৈরি করেছেন। এটি প্রতারণা শনাক্তকরণ, সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ এবং জটিল আর্থিক তথ্য বিশ্লেষণে সক্ষম। “সাইবার অপরাধ তদন্তে, পুত্রাজিপিটি ভুয়া ওয়েবসাইট শনাক্ত করতে, ফিশিং আক্রমণ শনাক্ত করতে এবং বিপুল পরিমাণ ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করতে পারে,” বলেন ড. আজরি শাহরেল। সম্প্রতি এই সিস্টেমটি বেশ কয়েকটি ভুয়া ই-কমার্স ওয়েবসাইট শনাক্ত করেছে, যা প্রতারণার জন্য ব্যবহৃত হচ্ছিল।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে, পুলিশের জন্য মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও এআই গবেষণা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা উচিত। এ ছাড়া, ফিনটেক প্রতিষ্ঠান, সাইবার নিরাপত্তা সংস্থা এবং এআই গবেষকদের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা হলে, মালয়েশিয়ার পুলিশ আরও দক্ষতার সঙ্গে অপরাধ মোকাবিলা করতে পারবে।

এআই-চালিত প্রযুক্তিকে বাণিজ্যিক অপরাধ দমনের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় মালয়েশিয়া। অর্থ পাচার, সাইবার জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে লড়াইয়ে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে দেশটি।

পাঠকের মতামত

পৃথিবীর বড় বড় দুর্নীতিবাজদের সেকেন্ড হোম হিসাবে খ্যাত মালয়েশিয়া অপরাধ দমন করবে এআই দিয়ে, ভাবতেও হাসি পায়।

Kabir Ahmed
২৪ মার্চ ২০২৫, সোমবার, ৭:২৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status