বিশ্বজমিন
ওয়াশিং মেশিনে সৃষ্ট প্রতিফলনেই জেল হলো যুবকের
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

দক্ষিণ কোরিয়ার এক যুবক ধারাবাহিক ধর্ষণ ও যৌনতা বিষয়ক অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ঘটনাটি ধরা পড়েছে একটি ওয়াশিং মেশিনে। যখন সে সাবেক একজন গার্লফ্রেন্ড এবং কম বয়সী একটি বালিকাকে ধর্ষণ করে, তখন সেই দৃশ্য ওয়াশিং মেশিনের ঢাকনায় প্রতিফলিত হয়। এই ফুটেজ চলে যায় নিরাপত্তা রক্ষাকারীদের হাতে। ব্যস, আইনের জালে ধরা পড়ে যায় ওই যুবক। তাকে অভিযুক্ত করা হয়েছে।
একই সঙ্গে সোমবার আগের অভিযোগকে সমুন্নত রেখেছে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ আদালত। তার হাতে ভিকটিম হয়েছেন এমন একজন সিসিটিভির ফুটেজ জমা দেয় পুলিশে। কিন্তু তাতে পরিষ্কার হওয়া যায়নি ঘটনা কি। শেষ পর্যন্ত তদন্তকারীরা নিশ্চিত হন যে, যে ফুটেজ জমা দেয়া হয়েছে তা ওয়াশিং মেশিনের ঢাকনায় সৃষ্টি হওয়া প্রতিফলন। ওই ব্যক্তিকে এরই মধ্যে অন্য অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাকে অভিযুক্ত করে নভেম্বরেই আট বছরের জেল দেয়া হয়। কিন্তু সে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। এরপর হাইকোর্ট তাকে সাত বছরের জেল দেয়। তার পায়ের গোঁড়ালিতে সাত বছরের জন্য একটি ট্যাগ লাগিয়ে রাখতে বলা হয়েছে। শিশু, কিশোর বা বিকলাঙ্গ মানুষের সেবা বিষয়ক যেসব প্রতিষ্ঠান আছে সেখানকার কাজ থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে।