বিশ্বজমিন
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকলেন হান ডাক-সু
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ৪:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী হান ডাক-সু’র অভিশংসনের বিষয়টি বাতিল করে তাকে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে বহাল রেখেছে দেশটির সাংবিধানিক আদালত। প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল’কে পার্লামেন্টে অভিশংসনের পর দায়িত্ব নেন হান ডাক-সু। তবে দু’সপ্তাহের মধ্যে তাকেও অভিশংসনের চেষ্টা করেন আইন প্রণেতারা। এবার আদালত পুনরায় তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে বহাল রেখে রায় দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ডিসেম্বরে প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল’কে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এসময় পার্লামেন্টে অভিশংসিত হন তিনি। ইউনে’র সামরিক আইন জারির পরিপ্রেক্ষিতে ওই সিদ্ধান্ত নেয়া হয়। এরপর হান দায়িত্ব নিলেও দুই সপ্তাহ ক্ষমতায় থাকার পর আইন প্রণেতারা তাকেও অভিশংসনের চেষ্টা করেন। এরপর থেকে দক্ষিণ কোরিয়া’কে নের্তৃত্ব দিচ্ছেন উপ-প্রধানমন্ত্রী চোই সাং-মোক। ইউনের সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার পর থেকে দেশটি রাজনৈতিক অস্থিরতায় নিমজ্জিত।
এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরই সাংবিধানিক আদালতে নতুন বিচারকদের নিয়োগে বাধা দেন হান। বিরোধীরা অবশ্য ভেবেছিলো ইউন’কে অভিশংসনের হাত থেকে বাঁচাতে হান এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে তারা হান’কে অভিশংসনের চেষ্টা করেন। তবে সোমবার বিচারকরা সাত-এক ভোটে হানে’র অভিশংসনের বিষয়টি বাতিল করে দেন। রায় ঘোষণার পর সাংবিধানিক আদালতকে ধন্যবাদ জানান হান। ১৪ই ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হন ইউন। তবে ওই অভিশংসন তখনই স্থায়ী হবে যখন তা সাংবিধানিক আদালতে পাস হবে। আদালত যদি অভিশংসনের বিষয়টি বাতিল করে দেয় তাহলে ইউন তাৎক্ষণিক তার দায়িত্ব ফিরে পাবেন।