বিশ্বজমিন
ইউক্রেন ইস্যুতে সৌদি আরবে রুশ ও মার্কিন কর্মকর্তাদের বৈঠক শুরু
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ৩:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

ইউক্রেন ইস্যুতে সৌদি আরবে ফের আলোচনার টেবিলে বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ এক বৈঠকে মিলিত হয়েছেন তারা। বৃহত্তর চুক্তিতে পৌঁছানোর আগে কৃষ্ণ সাগরে রাশিয়া-ইউক্রেনের উত্তেজনা বন্ধ করার ওপর বিশেষ নজর রাখছে ওয়াশিংটন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, রোববার সৌদি আরবে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হলো। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি উভয় দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিন বছর ধরে চলা সংঘাত বন্ধে বেশ জোর দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সৌদিতে মস্কোর প্রতিনিধিদের সঙ্গে বসেছে ট্রাম্প প্রশাসন।
ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পরিচালক এন্ড্রিউ পিকের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া মার্কিন প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র দপ্তরের সিনিয়র মুখপাত্র মাইকেল অ্যান্তনও যুক্ত আছেন। এই বৈঠকে কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতির ওপর জোর দেয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বলেছে, জাহাজ চলাচলের অবাধ সুযোগ রক্ষায় তারা এ বিষয়ে জোর দেয়া হচ্ছে। যুদ্ধের শুরুতে ওই মহাসাগরে সামরিক অভিযান তীব্র থাকলেও সম্প্রতি তা স্তমিত। রুশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন গ্রিগরি কারাসিন। তিনি রাশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষের পররাষ্ট্র কমিটির একজন শীর্ষ কূটনীতিক। এছাড়া রাশিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালকের উপদেষ্টা সের্গেই বিসিদাও বৈঠকে উপস্থিত আছেন।
যুদ্ধবিরতির চুক্তিতে পুতিনের ভূমিকা নিয়ে বেশ সংশয় প্রকাশ করেছেন ইউরোপীয়ান নেতারা। পুতিন কি ছাড় দিতে প্রস্তুত নাকি তার দাবির উপরেই অটল থাকবেন তা নিয়ে বৃটেনের সংশয়ের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ৩০ দিনের জন্য জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছিলেন পুতিন। তবে সাম্প্রতিক কিছু খবর থেকে জানা গেছে, দুপক্ষই জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে। ফলে সীমিত পরিসরে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়েও সন্দেহ করছেন বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত
কত্তো বড় মুনাফেক; কাফের মুশরিকদের সাথে তাদের আঁতাত - তাদের পাশেই গাজায় এখনও মানুষ মারছে - কোন খবর নাই-------------------- এক দম ঠিক কথা। লজ্জাও নেই।
কত্তো বড় মুনাফেক; কাফের মুশরিকদের সাথে তাদের আঁতাত - তাদের পাশেই গাজায় এখনও মানুষ মারছে - কোন খবর নাই