ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

গাজায় ইসরাইলের হামলা বন্ধ করতে হবে: ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

mzamin

গাজায় নতুন করে ইসরাইল যে যুদ্ধ শুরু করেছে তা বন্ধের আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। গাজায় যুদ্ধবিরতি পুনর্বহালের লক্ষ্যে ইসরাইল ও ফিলিস্তিন সফরে রোববার মিশরে যাত্রা বিরতির সময় এক সংবাদ সম্মেলনে ওই আহ্বান জানান তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, হামাসের সাঙ্গে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে আলোচনা স্থগিত হওয়ার পর গত সপ্তাহের মঙ্গলবার ইসরাইল গাজা উপত্যকায় তীব্র বিমান হামলা শুরু করে এবং পরে স্থল অভিযান চালায়। এতে সাত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কালাস বলেন, আমরা ইসরাইলের পুনরায় শত্রুতা শুরুর তীব্র বিরোধিতা করি। কেননা গাজায় ভয়াবহ প্রাণহানি ঘটছে। এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। নতুন যুদ্ধে উভয় পক্ষই হেরে গেছে। তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে, এটা খুবই স্পষ্ট যে হামাসকে অবশ্যই সকল জিম্মিকে মুক্তি দিতে হবে ও ইসরাইলকে অবশ্যই গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা তুলে নিতে হবে এবং পুনরায় আলোচনা শুরু করতে হবে। কালাস ইতিমধ্যেই ইসরাইলে পৌঁছেছেন বলে তার টিম নিশ্চিত করেছে।

তার কার্যালয় জানিয়েছে, ইসরাইল ও ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনার সময় কালাস অবিলম্বে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির সম্পূর্ণ বাস্তবায়নে ফেরত আসার আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে। গাজার সমগ্র অঞ্চলে মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার এবং টেকসই বিতরণের গুরুত্বও তুলে ধরবেন কালাস।
 

পাঠকের মতামত

চাপাবাজ। মুখে এক কথা আর তলে তলে ইসরাইলের পা চাটে।

বাঙালী
২৪ মার্চ ২০২৫, সোমবার, ১১:৪৩ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status