ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

গ্রেপ্তার দেখিয়ে এরদোগানের প্রতিদ্বন্দ্বী ইমামোলুকে কারাগারে প্রেরণ, চলছে বিক্ষোভে

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ১২:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২২ অপরাহ্ন

mzamin

একরেম ইমামোলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। তাকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ইমামোলু তুরস্কের অন্যতম প্রধান শহর ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, তাকে মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। একরেম ইমামোলু রিপাবলিকান পিপলস পার্টি-সিএইচপি’র একজন নেতা। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার কথা ছিল রোববার। 

সেদিনই আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তবে গ্রেপ্তার দেখানোর কয়েকদিন আগেই ইমামোলুকে আটক করা হয়। তার বিরুদ্ধে অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা, ঘুস গ্রহণ, চাঁদাবাজি, বেআইনিভাবে ব্যক্তিগত তথ্য রেকর্ড এবং টেন্ডার জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বলেছেন, রাজনৈতিক ফায়দা লুটতে তার বিরুদ্ধে এসব অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। 

এদিকে তাকে আটকের প্রতিবাদে তুরস্কে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের সূত্রপাত হয়েছে। এরদোগান অবশ্য এই বিক্ষোভের নিন্দা জানিয়েছেন। শান্তি বিঘ্নিত করার এবং জনগণের মধ্যে বিভক্তি তৈরির চেষ্টার অভিযোগ করেছেন সিএইচপি’র বিরুদ্ধে। বুধবার দুর্নীতি এবং সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে আরো ১০৫ জনের সঙ্গে ইমামোলুকেও আটক করা হয়। আটককৃতদের মধ্যে অন্যান্য রাজনীতিবিদ, সাংবাদিক এবং ব্যবসায়ীরাও রয়েছেন। এর প্রতিক্রিয়ায় তুরস্কে বিক্ষোভ শুরু হয় যা টানা পাঁচ রাত ধরে চলমান। বার্তা সংস্থা এএফপি এবং স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইমামোলুকে সিলিভ্রির একটি কারাগারে নেয়া হয়েছে।

 

পাঠকের মতামত

এরদোয়ান একজন স্বৈরশাসক, তার এই কঠোর দমন পীড়নের প্রতি আমি আন্তরিক ভাবে নিন্দা জানাই।

মোঃ ইব্রাহীম খলিল
২৪ মার্চ ২০২৫, সোমবার, ১২:৩৩ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status