ভারত
অবিবাহিত নারীও ২৪ সপ্তাহ পর গর্ভপাতের সুযোগ পাবে, জানালো সুপ্রিম কোর্ট
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৭ আগস্ট ২০২২, রবিবার, ৯:২৮ অপরাহ্ন
ভারতের সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায় দিয়ে জানিয়ে দিল যে, স্বেচ্ছায় সঙ্গম করে কোনও অবিবাহিত নারী অন্তঃসত্ত্বা হলে ২৪ সপ্তাহের মধ্যে তিনি গর্ভপাতের সুযোগ পাবেন। অবশ্য শারীরিক কোনও ঝুঁকি না থাকলেই এই সুযোগ মিলবে। বিচারপতি চন্দ্রচুর, বোপান্না এবং সূর্যকান্ত এর ডিভিশন বেঞ্চ ২৫ বছরের এক তরুণীর গর্ভপাত সংক্রান্ত একটি মামলায় এই রায় দেন। তরুণীটি লিভ ইন সম্পর্কে ছিল। এরপরই সে অন্তঃসত্ত্বা হয়। কিন্তু, তার সঙ্গী তাকে বিয়ে করতে রাজি হয়নি। এরপরই ২৪ সপ্তাহের ওই অন্তঃসত্ত্বা আদালতের দ্বারস্থ হয়। ভারতের মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি / ১৯৭১ অ্যাক্ট অনুযায়ী ২০ সপ্তাহের বেশি কোনও অন্তঃসত্ত্বার গর্ভপাত বেআইনি ছিল। সুপ্রিম কোর্টের এই রায় অবাঞ্চিত সন্তানের জন্ম রোধের সহায়ক হবে বলে অনেকেরই ধারণা।