ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

২১শে আগস্ট গ্রেনেড হামলা

সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

স্টাফ রিপোর্টার

(৪ সপ্তাহ আগে) ১৯ মার্চ ২০২৫, বুধবার, ১:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৮ পূর্বাহ্ন

mzamin

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামি খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, গত ১ ডিসেম্বর বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই মামলায় সাজাপ্রাপ্ত সকল আসামিকে খালাসের রায় দেয়।

আসামিপক্ষের অন্যতম কৌঁসুলি অ্যাডভোকেট মো. শিশির মনির গণমাধ্যমকে বলেন, ‘হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করেছে। আপিলে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে।’

২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক সমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ নেতাকর্মীদের ওপর গ্রেনেড হামলা হয়। এতে দলটির নেতাকর্মীসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ কয়েকশো নেতাকর্মী। ওই হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি মামলা হয়।

২০১৮ সালে বিচারিক আদালত মামলা দু’টির রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেয়া হয়।

পাঠকের মতামত

কোন রাজনৈতিক বিবেচনা না করে, দোষীদের শাস্তি এবং নির্দোষীদের ক্ষতিপূরণসহ খালাস দেয়া উচিত।

Shamsul Alam
১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪:৩৭ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status