অনলাইন
হাসিনার অবস্থান এখন ঠিক কোথায়
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৯ মার্চ ২০২৫, বুধবার, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৩ অপরাহ্ন

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান এই মুহূর্তে কোথায়? তিনি কি দিল্লিতে, নাকি ভারতের অন্য কোনো নিরাপদ আস্তানায় রয়েছেন। তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। ঢাকায় প্রাপ্ত একাধিক সূত্রের খবর, তাকে দিল্লি থেকে সরানো হয়েছে। যদিও ভারত সরকারের তরফে কিছুই বলা হয়নি। সূত্রগুলো দাবি করছে, তাকে ইস্টার্ন কমান্ডের কোনো একটি নিরাপদ জোনে রাখা হয়েছে। উল্লেখ্য, ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি।
পাঠকের মতামত
হাসিনা সারাদিন ধরে বিএনপিকে নিয়ে গীবতই করে যেতো। দুই এক পাতা ইতিহাস পড়লে আর একটু শিক্ষা নিলে আজ আর তার রোহিঙ্গা হয়ে দাদাদের অনুগ্রহে ভারতে থাকতে হতো না। রেজা শাহ পাহলভি, সাদ্দাম হোসেন, হোসনে মোবারক, মার্কোস - এদের পরিনতি দেখা উচিৎ ছিল।
Look, বানরের গলায় মুক্তার হার!
BANGLADESHI MUSLIM RA EMON ABOSTHAY POUCHE GIYECHE SEKHAN THEKE PAKISTAN BESHI DURE NAI .
India is a safe zobe for terrorism....
ভারতীয় নাগরিক শেখ হাসিনা বাংলাদেশে থাকা অবস্থায় বলতেন, স্বজনহারানোর যে কী বেদনা, তা কেবল তিনিই বোঝেন! হাসিনা ভারতে গিয়ে আরেকটি গ্যাড়াকলে ফেঁসেছেন; মোদী কখন ও তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না, কারণ; সে ও পৃথিবীর কাছে তুলে ধরবে সন্মান হারানোর যে কী বেদনা তা আমি ছাড়া কেউ জানে না !
ভারতের সবছেয়ে বড় দালাল আর বিশ্বস্ত এজেন্ট হাসিনার কাছে থাকা বিলিয়ন বিলিয়ন ডলার শেষ না হওয়া পর্যন্ত ভারত হাসিনার নাকের ডগায় বাংলাদেশে তাকে ক্ষমতায় পুনরায় প্রতিষ্টা করার মুলা ঝুলিয়ে রাখবে। যেদিন ডলার শেষ হবে সেদিন টিস্যু্ পেপারের মত অবস্থা হবে। হাসিনাও স্বপ্নে বিভোর যে, ভারত তাকে বাংলাদেশে ক্ষমতায় বসিয়ে দিবে। কিন্তু সবশেষে আম ছালা দুটোই যাবে।
হাসিনার কাছে থাকা বিলিয়ন বিলিয়ন ডলার শেষ না হওয়া পর্যন্ত ভারত হাসিনার নাকের ডগায় বাংলাদেশে তাকে ক্ষমতায় পুনরায় প্রতিষ্টা করার মুলা ঝুলিয়ে রাখবে। যেদিন ডলার শেষ হবে সেদিন টিস্যু্ পেপারের মত অবস্থা হবে। হাসিনাও স্বপ্নে বিভোর ভারত তাকে বাংলাদেশে ক্ষমতায় বসিয়ে দিবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে কোন যুদ্ধ হলে শেখ হাসিনা কার পক্ষে থাকবে, বাংলাদেশের পক্ষে, না ভারতের পক্ষে ?
সব স্বৈরশাসকের মৃত্যু কখনো সন্মানজনক হয় না। করুন পরিনতির মাধ্যমে জীবনের সমাপ্তি ঘটে।
ইস্টার্ন কমান্ডের অধীনে যেহেতু আছে, ধরে নেয়া যায় সে বর্ডারের কাছেই আছে। যে কোনো মুহূর্তে টুপ করে ঢুকে পড়ার সুবিধা হলো।
আন্তর্জাতিক অপরাধ জগতের রাণী ---ও তো এখন লুকিয়ে থাকবেই।