বিশ্বজমিন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মঙ্গলবার পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৭ মার্চ ২০২৫, সোমবার, ১:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

এ সপ্তাহের মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে আলোচনা করবেন তিনি। মস্কোতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক আলোচনার পর এ কথা জানিয়েছেন ট্রাম্প। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে তিনি বলেছেন, আমরা দেখতে চাই যে আমরা ওই যুদ্ধের অবসান ঘটাতে পারি কিনা। হয়ত আমরা পারব, হয়ত পারব না। কিন্তু আমার মনে হয় আমাদের ভালো সুযোগ রয়েছে। মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এ সপ্তাহে করবার মতো অনেক কিছুই রয়েছে। তবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি ক্রেমলিন।
গত সপ্তাহে প্রাথমিকভাবে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে রাজি হয়েছে ইউক্রেন। এখন এ বিষয়ে পুতিনের সমর্থন আদায়ের চেষ্টা করছেন ট্রাম্প। কেননা এখনও যুদ্ধে লিপ্ত রয়েছে উভয় পক্ষ। বিশেষ করে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর কুরস্ক উদ্ধারে কঠোর হয়েছে পুতিন বাহিনী। গত কয়েক মাসে অঞ্চলটির যে এলাকা ইউক্রেনের দখলে চলে গিয়েছে তা পুনরুদ্ধার করে কিয়েভের বাহিনীকে পিছে হটিয়ে দেয়া হচ্ছে।
গত শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, যুদ্ধবিরতির পরিকল্পনা সম্পর্কে ট্রাম্পকে একটি বার্তা পাঠিয়েছেন পুতিন। যা মার্কিন দূত স্টিভ উইটকফের মাধ্যমে পাঠানো হয়। মস্কোতে আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের দূত জানিয়েছে যে তিন বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে।