ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

মেট্রোরেল কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, একক যাত্রার টিকেট বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১৭ মার্চ ২০২৫, সোমবার, ১১:০০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:০৮ অপরাহ্ন

mzamin

মারধরে জড়িত এমআরটি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগের পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন মেট্রোরেলের কর্মীরা। প্রায় আড়াই ঘণ্টা পর সোমবার সকাল ৯টায় মেট্রোরেলের একক যাত্রার টিকেট বিক্রি শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক গণমাধ্যমেকে বলেন, ‘বিষয়টি নিয়ে মন্ত্রণালয় একটি কমিটি করেছে। যারা এ ঘটনায় জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে।’

এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মী লাঞ্ছিত হওয়ার অভিযোগে আজ সকাল থেকে মেট্রোরেল কর্মীরা কর্মবিরতি পালন করছিলেন। তবে মেট্রোরেল চলছিল। এসময় টিকিট ছাড়াই গন্তব্যে যেতে পারছিলেন যাত্রীরা।

এর আগে গতকাল রোববার রাতে ডিএমটিসিএলের একাধিক কর্মী সাংবাদিকদের জানান, সোমবার সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। 

ডিএমটিসিএল কর্মচারীদের ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চারজন কর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনার তথ্য তুলে ধরে ৬টি দাবি জানানো হয়।

কর্মীদের দাবিগুলো হলো-আগামী এক কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা ওই পুলিশ সদস্যকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে। ওই ঘটনার সঙ্গে জড়িত সব পুলিশ সদস্যকে শাস্তি প্রদান করতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মেট্রোরেল, মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে। এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল করতে হবে। স্টেশনে দায়িত্বরত সিআরএ টিএমও, স্টেশন কন্ট্রোলারসহ অন্য সব কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অফিসিয়াল পরিচয়পত্র ছাড়া ও অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি যেন স্টেশনের পেইড জোনে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে এবং আহত কর্মীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।

পাঠকের মতামত

এই সব কর্মচারী গন অবৈধ মাফিয়া সরকার দ্বারা নিয়োগ নিয়েছে। তাই তাদের কে বহিষ্কার করে নতুন ভাবে কর্মচারী নিয়োগ দেওয়া হউক।তা না হলে কিছু দিন পর পর নানা অজুহাতে তারা আন্দোলন করবে।

Jahangir
১৭ মার্চ ২০২৫, সোমবার, ৭:১১ অপরাহ্ন

এ পরিষেবার সকল কর্মকর্তা/কর্মী বিগত ফেসিস্ট সরকারের সময়ে নিয়োগ দেওয়া। এদের বাদ দিয়ে নতুন করে যোগ্য ব্যক্তি নিয়োগ দেওয়া হোক। তা’না হলে এরা দফায় দফায় ঝামেলা করতে থাকবে।

W. Islam
১৭ মার্চ ২০২৫, সোমবার, ১১:০৬ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status