ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

পাঁচ বছরের জন্য জাতীয় ফুটবল দলের সঙ্গে ইউসিবি ব্যাংক

স্পোর্টস রিপোর্টার
১৭ মার্চ ২০২৫, সোমবার
mzamin

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষক সংকট ছিল। বিশেষ করে জাতীয় পুরুষ ফুটবল দলে কোনো স্পন্সর ছিল না এক দশকের বেশি সময়। তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফের নতুন কমিটি তিন মাসের মধ্যে দুই বছরের জন্য কিট স্পন্সর পেয়েছে। এবার জাতীয় পুরুষ ফুটবল দলেরও পৃষ্ঠপোষক পেয়েছে বাফুফে। ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক বাফুফের সঙ্গে বিগত সময়ে নারী ফুটবল ও বিভিন্ন টুর্নামেন্টে পৃষ্ঠপোষক ছিল। এবার জাতীয় পুরুষ ফুটবল দলের স্পন্সর হিসেবে  যুক্ত হয়েছে বেসরকারি এই ব্যাংকটি। গতকাল প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করা হয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির, বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম, বাফুফে সদস্য মো: মঞ্জুরুল করিম, সত্যজিৎ দাশ রূপু, ইমতিয়াজ হামিদ সবুজ, মো. সাইদ হাসান কানান। এছাড়াও ছিলেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য মো. শাহাদাত হোসেন ও মোহাম্মদ মঞ্জুর আলম এবং বাফুফে সাধারণ সম্পাদক জনাব ইমরান হোসেন তুষার। আগামী পাঁচ বছরের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির আলোকে ইউসিবি ব্যাংক জাতীয় পুরুষ ফুটবল দলের পৃষ্ঠপোষকতা করবে। বাংলাদেশ নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ঢাকা ব্যাংক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘এরইমধ্যে ইউসিবি ব্যাংক আমাদের অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট করছি। এবার তারা আমাদের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার জন্য এই চুক্তি করেছে। তাদের সাহায্যে আমরা হামজা চৌধুরীর মতো ফুটবলার আনতে পারছি। শুধু হামজা নয়, সামনের দিকে বয়সভিত্তিক পর্যায়ে এমন ফুটবলার আমরা আনতে পারবো।’ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পেছনে বাফুফের বছরে কয়েক কোটি টাকা ব্যয় হয়। ইউসিবি জাতীয় দলের পৃষ্ঠপোষক হওয়ায় বাফুফের জন্য স্বস্তির হলেও টাকার অঙ্ক উল্লেখ করেননি বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘অন্য চুক্তির মতোও আমরা এই চুক্তির আর্থিক বিষয় উল্লেখ করছি না। তবে অবশ্যই আমাদের ম্যাচ খেলা, ক্যাম্প এসকল বিষয়ে তারা আর্থিক সহায়তা দেবে পাশাপাশি ডিজিটাল মার্কেটিংও করবে’। বাফুফের সঙ্গে ইউসিবি বিগত সময়েও কাজ করেছে। এবার পাঁচ বছরের বড় চুক্তিতে যাওয়ার পেছনে ব্যাংকটির চেয়ারম্যান শরীফ জহির বলেন, ‘প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকে ইউসিবি খেলাধুলাকে মূল্যায়ন করে আসছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। বাংলাদেশেও এটা জনপ্রিয় হওয়ার সকল উপাদান রয়েছে। আমরা মনে করেছি এখনই বাংলাদেশের ফুটবলে সহায়তা করার উপযুক্ত সময়। তাই বাফুফে সভাপতির আহ্বান পাওয়া মাত্রই সাড়া দিয়েছি। যাতে ফুটবল সেই হারানো গৌরব ফিরে পায় এবং ফিফা-এএফসি র্যাংকিংয়ে উন্নতি করে।’ বাফুফে বিগত সময়ে অনেক পৃষ্ঠপোষক পেলেও দীর্ঘ মেয়াদে স্থায়ী হয়নি। বাফুফের নতুন কমিটির কাছে এটা চ্যালেঞ্জ হলেও তারা আশাবাদী জানিয়ে তাবিথ বলেন, ‘ইউসিবি আমাদের পার্টনার হিসেবে র‌্যাঙ্কিংয়ে উন্নতি চায় এবং খেলার মানের প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করে। আমরা সেটা চেষ্টা করব। এর পাশাপাশি একটি প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার আগে সেই প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা দেখে। সমপ্রতি ফিফা বাফুফের ওপর আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status