ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

ইসরাইলের ধ্বংস সুনিশ্চিত: ইরান

গাজা হামলা নিয়ে মুসলিম দেশগুলোকে চিঠি

মানবজমিন ডেস্ক
৮ আগস্ট ২০২২, সোমবার
mzamin

গাজায় অব্যাহত ইসরাইলি হামলা নিয়ে ফুঁসে উঠেছে ইরান। দেশটির বিশেষ বাহিনী আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এ নিয়ে ইসরাইলের প্রতি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। অপরদিকে গাজার পরিস্থিতির দায় ইসরাইলকেই নিতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি সকল মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে এ নিয়ে চিঠি পাঠিয়েছেন।  পার্সটুডের খবরে জানানো হয়েছে, গাজায় ইসরাইলের সঙ্গে লড়াই করছে ইরানপন্থি সংগঠন ইসলামিক জিহাদ। সংগঠনটির শীর্ষ নেতা জিয়াদ আন-নাখালা বর্তমানে তেহরান সফরে রয়েছেন। সেখানে তিনি শনিবার ইরানের বাহিনী আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামির সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় হোসেইন সালামি বলেন, ইসরাইলের ধ্বংস একটি একমুখী প্রক্রিয়া যা ঠেকিয়ে রাখার সাধ্য কারও নেই। তিনি ইসরাইলের হাত থেকে সমগ্র ভূমি ‘মুক্ত’ করার প্রতিশ্রুতির কথা বলেন। তার দাবি, ফিলিস্তিনকে মুক্ত করা এখন ইরানের জন্য একটি চূড়ান্ত কৌশলে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন
যখন তারা এই আলোচনা করছেন তখন ইসরাইল ইসলামিক জিহাদের একাধিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। দেশটির দাবি, তারা গাজায় সক্রিয় সকল ইসলামিক জিহাদের কমান্ডারকে হত্যা করতে পেরেছে। জেনারেল সালামি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর সামরিক সক্ষমতা আগের চেয়ে অনেক বৃদ্ধি। তারা এখন প্রমাণ করেছেন তারা ইসরাইলি শত্রুদের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ পরিচালনা করতে সক্ষম। অপরদিকে ফিলিস্তিনিদের মোকাবিলায় ইসরাইল দিন দিন দুর্বল হয়ে পড়ছে এবং তাদের বেপরোয়া আচরণ দখলদারদের দুর্বলতা আরও বেশি স্পষ্ট করে দিয়েছে। ইসলামিক জিহাদকে সহায়তা করে যাওয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান আন-নাখালা।   এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, গাজা উপত্যকায় সংকট তীব্র হওয়ার দায় ইসরাইলকেই নিতে হবে। তিনি শনিবার মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ মন্তব্য করেছেন। এতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় চলমান পরিস্থিতির ব্যাপারে তার দেশের গভীর উদ্বেগের কথা জানান। আব্দুল্লাহিয়ান বলেন, বিশ্ব মোড়লদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার সুযোগে ইসরাইল আবার গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলায় মেতে উঠেছে। মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব, ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র মহাসচিব, জোট নিরপেক্ষ আন্দোলনের সভাপতি ও আফ্রিকান ইউনিয়নের মহাসচিবের কাছে আব্দুল্লাহিয়ানের চিঠিটি পাঠানো হয়েছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status