বিশ্বজমিন
খাইবার পাখতুনখোয়ায় একাধিক বন্দুক হামলা, ৩ পুলিশ নিহত
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৬ মার্চ ২০২৫, রবিবার, ১:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আবারও বন্দুক হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। রোববার ভোরে পুলিশ স্টেশন, চেকপয়েন্ট এবং একটি গ্যাস স্থাপনায় পৃথক পৃথক হামলা চালিয়েছে তারা। এতে তিন পুলিশ অফিসার নিহত এবং তিনজন আহত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পেশোয়ারের পাজ্জাগি পুলিশ স্টেশনে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে হামলাকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালালে তারা সেখান থেকে পালিয়ে যায়। সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে ইতিমধ্যেই অভিযান শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে কারাকের আরেকটি থানায় ভারী অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সেখানে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ কর্মকর্তা শেহবাজ ইলাহি। বলেছেন, তারা সন্ত্রাসীদের হামলা সফলভাবে প্রতিহত করার আগে অতর্কিত হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বান্নু নামক স্থানে পুুলিশের একটি চেকপয়েন্ট হামলার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। তবে সেখানে সন্ত্রাসীদের ওপর পাল্টা গুলি চালালে পালিয়ে যেতে বাধ্য হন তারা। বান্নুতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়া ট্যাঙ্কের গুল ইমাম থানার আওতাধীন একটি চেকপয়েন্টেও হামলা চালানো হয়েছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ওয়াজিরিস্তানের ডাবকোট এলাকায় একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা।