অনলাইন
গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ৩
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
(১ মাস আগে) ১৫ মার্চ ২০২৫, শনিবার, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার ফুলবাড়ীয়ার নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন অটোরিকশা চালক ওবায়দুল। তাৎক্ষণিকভাবে বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা ওই অটোরিকশার যাত্রী ছিলেন।
স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে নামাশুলাই এলাকায় একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও একজন।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ ৩ জন নিহত হয়েছেন।’
পাঠকের মতামত
অটো রিক্সার দৌরাত্বে ঢাকা-ময়মনসিংহ রোডটি প্রায় অকার্যকর। খুব দঃখ লাগে এগুলো দেখার কেউ নাই। প্রধান রাস্তায় এগুলো নিয়ন্ত্রণের দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।