বিশ্বজমিন
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে রাশিয়ায় যাচ্ছেন মার্কিন কর্মকর্তারা
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:২৯ অপরাহ্ন

ইউক্রেনের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মার্কিন কর্মকর্তারা রাশিয়া যাচ্ছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বহুল প্রত্যাশিত বৈঠকে ইউক্রেন ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দেয়ার পর পরই এ খবর জানালেন তিনি। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বল এখন রাশিয়ার কোর্টে এবং যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে, যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে শান্তি আলোচনা। এদিকে ক্রেমলিন জানিয়েছে বর্তমানে কুরস্ক অঞ্চল সফরে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, মঙ্গলবার জেদ্দায় বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে এই ইতিবাচক প্রস্তাবে সম্মত করানোর দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের। ক্রেমলিন জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তিটি পর্যালোচনা করছে। এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে পুতিনের মধ্যে ফোনালাপ হতে পারে।
হোয়াইট হাউসের ওভাল অফিসে বুধবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেখানে ইউক্রেনের যুদ্ধবিরতির সম্ভাব্যতা নিয়ে ইতিবাচক বার্তা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, তবে এই ইতিবাচক বার্তাই সবকিছু নয়। এটা খুবই গুরুতর একটি পরিস্থিতি। তবে কোন কোন কর্মকর্তা মস্কো যাচ্ছেন সে বিষয়ে কিছু জানাননি ট্রাম্প।
এদিকে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, জাতীয় নিরাপত্তা মন্ত্রী মাইক ওয়াল্টজ তার রাশিয়ান প্রতিপক্ষের সঙ্গে কথা বলেছেন। এ সপ্তাহের শুরুতে পরিচিত এক সূত্র বিবিসিকে জানিয়েছে, জেদ্দায় আলোচনার পর মস্কো যাবেন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূত স্টিভ উইটকফ। বুধবার এ পরিকল্পনার কথা নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
গত ২৮ ফেব্রুয়ারি ওভাল অফিসে এক বৈঠকে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে নজিরবিহীন বাকবিতণ্ডা হয়। এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট। এর জেরে ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা দেওয়া এবং গোয়েন্দা তথ্যের আদান–প্রদান বন্ধের নির্দেশ দেন ট্রাম্প। এরপর জেদ্দায় প্রথমবারের মতো মার্কিন-ইউক্রেনের কর্মকর্তারা আলোচনায় বসেছেন।
পাঠকের মতামত
রাশিয়াতে যায় আর ইউক্রেনকে ডেকে অপমান করে - বোজলেন তো; গরীবের বৌ সবার ভাবী