খেলা
রোমাঞ্চকর মৌসুমের অপেক্ষায় রামোস
স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২২, রবিবার
রিয়াল মাদ্রিদ ছেড়ে গত বছরের গ্রীষ্মে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেয়া সার্জিও রামোসের পুরো মৌসুমে চোটের ভোগান্তি ছিল। নতুন দলের হয়ে তিনি খেলতে পেরেছিলেন খুব কম। ২০২২-২৩ মৌসুম পিএসজির জন্য যেমন দলগতভাবে জ্বলে ওঠার তেমনি রামোসের জন্য ব্যক্তিগতভাবে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জও। ফরাসি সুপার কাপ জিতে মৌসুম শুরু করেছে পিএসজি। ওই ম্যাচে এক গোল পান রামোসও। আর স্প্যানিয়ার্ড ডিফেন্ডারের বিশ্বাস, ২০২২-২৩ এর পথচলাটা বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে তাদের জন্য। ফরাসি লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে পিএসজি তারকা বলেন, ‘শিরোপা জিতে মৌসুম শুরু করতে পারায় আমি খুব খুশি। সর্বোপরি শারীরিকভাবে আমি ভালো অনুভব করছি। আমার মন বলছে, দারুণ রোমাঞ্চকর একটা মৌসুম হতে যাচ্ছে।’ দলের নতুন কোচ ক্রিস্তফ গালতিয়ের স্টাইল ও তার ‘ব্যাক থ্রি’ কৌশল নিয়েও ইতিবাচক রামোস। রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার বলেন, ‘এই মুহূর্তে আমরা ভালোই করছি।