ঢাকা, ২৮ মে ২০২৩, রবিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৪ হিঃ

খেলা

রোমাঞ্চকর মৌসুমের অপেক্ষায় রামোস

স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২২, রবিবারmzamin

রিয়াল মাদ্রিদ ছেড়ে গত বছরের গ্রীষ্মে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেয়া সার্জিও রামোসের পুরো মৌসুমে চোটের ভোগান্তি ছিল। নতুন দলের হয়ে তিনি খেলতে পেরেছিলেন খুব কম। ২০২২-২৩ মৌসুম পিএসজির জন্য যেমন দলগতভাবে জ্বলে ওঠার তেমনি রামোসের জন্য ব্যক্তিগতভাবে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জও। ফরাসি সুপার কাপ জিতে মৌসুম শুরু করেছে পিএসজি। ওই ম্যাচে এক গোল পান রামোসও। আর স্প্যানিয়ার্ড ডিফেন্ডারের বিশ্বাস, ২০২২-২৩ এর পথচলাটা বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে তাদের জন্য। ফরাসি লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে পিএসজি তারকা বলেন, ‘শিরোপা জিতে মৌসুম শুরু করতে পারায় আমি খুব খুশি। সর্বোপরি শারীরিকভাবে আমি ভালো অনুভব করছি। আমার মন বলছে, দারুণ রোমাঞ্চকর একটা মৌসুম হতে যাচ্ছে।’ দলের নতুন কোচ ক্রিস্তফ গালতিয়ের স্টাইল ও তার ‘ব্যাক থ্রি’ কৌশল নিয়েও ইতিবাচক রামোস। রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার বলেন, ‘এই মুহূর্তে আমরা ভালোই করছি।

বিজ্ঞাপন
কিন্তু সবার মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠতে এবং নতুন পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে আমাদের কিছুটা সময় লাগবে। ভাষা নিয়ে আমার এখনও কিছুটা সমস্যা আছে। তবে আমার বিশ্বাস, আমরা পদ্ধতিটা বেশ ভালোভাবে বুঝতে পারছি, কারণ তিনি দারুণ একজন কোচ। তিনি একজন জ্ঞানী ব্যক্তি এবং তার পরিকল্পনা মাঠে আমাদের বাস্তবায়ন করতে হবে।’ রিয়াল মাদ্রিদে সাফল্যমণ্ডিত অধ্যায় কাটালেও সেখানে রামোসের শেষটা ভালো হয়নি এবং সেটাও চোটের কারণেই। আলোচনার জন্ম দিয়ে গত বছর পিএসজিতে নাম লেখালেও ২০২১-২২ মৌসুমে মাত্র ১২ ম্যাচ খেলার সুযোগ পান তিনি। ২০০৪ সালে সেভিয়ায় যোগ দেওয়ার পর এক মৌসুমে যা তার সবচেয়ে কম প্রতিযোগিতামূলক ম্যাচ।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status