ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

কুস্তিতেও ভরাডুবি

স্পোর্টস রিপোর্টার, বার্মিহাম (যুক্তরাজ্য থেকে)
৬ আগস্ট ২০২২, শনিবার

বার্মিহামে আরেকটি হতাশার ইভেন্ট কাটলো বাংলাদেশের। কমনওয়েলথ গেমস কুস্তিতে ভরাডুবি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
ছেলেদের ফ্রি স্টাইল ৮৬ কেজি ওজন শ্রেণিতে আব্দুর রশিদ হাওলাদার প্রি-কোয়ার্টার ফাইনালে  সিয়েরা লিওনের সেকু কাসেগবামা কাছে ৪-০ গেমে পরাজিত হন।
ছেলেদের ফ্রি স্টাইল ৮৬ কেজি ওজন শ্রেণিতে আব্দুর রশিদ হাওলাদারের প্রি-কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ছিল সিয়েরা লিওনের সেকু কাসেগবামা। ১২৫ কেজিতে লিটন বিশ্বাস জ্যামাইকার অ্যারন জনসনের কাছে ৫-০ গেমে হেরে যান।
মেয়েদের ৬২ কেজির কোয়ার্টার ফাইনালে দোলা খাতুন ক্যামেরুনের ব্রেথ এমিলিয়েনের কাছে ৪-০ গেমে এবং ৬৮ কেজির কোয়ার্টার ফাইনালে তিথি রায় টোঙ্গার টাইগার লিলির কাছে ৫-০ গেমে হারেন। 
ছেলেদের টেবিল টেনিস ডাবলসে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিয়েছে বাংলাদেশ। রামহিম লিয়ান বম ও মুহতাসিন আহমদে হৃদয়কে নিয়ে গড়া জুটি ভারতের কাছে তারা হেরে যায় ৩-০ সেটে। (১১-৬, ১১-১, ১১-৪)

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status