খেলা
কুস্তিতেও ভরাডুবি
স্পোর্টস রিপোর্টার, বার্মিহাম (যুক্তরাজ্য থেকে)
৬ আগস্ট ২০২২, শনিবারবার্মিহামে আরেকটি হতাশার ইভেন্ট কাটলো বাংলাদেশের। কমনওয়েলথ গেমস কুস্তিতে ভরাডুবি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
ছেলেদের ফ্রি স্টাইল ৮৬ কেজি ওজন শ্রেণিতে আব্দুর রশিদ হাওলাদার প্রি-কোয়ার্টার ফাইনালে সিয়েরা লিওনের সেকু কাসেগবামা কাছে ৪-০ গেমে পরাজিত হন।
ছেলেদের ফ্রি স্টাইল ৮৬ কেজি ওজন শ্রেণিতে আব্দুর রশিদ হাওলাদারের প্রি-কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ছিল সিয়েরা লিওনের সেকু কাসেগবামা। ১২৫ কেজিতে লিটন বিশ্বাস জ্যামাইকার অ্যারন জনসনের কাছে ৫-০ গেমে হেরে যান।
মেয়েদের ৬২ কেজির কোয়ার্টার ফাইনালে দোলা খাতুন ক্যামেরুনের ব্রেথ এমিলিয়েনের কাছে ৪-০ গেমে এবং ৬৮ কেজির কোয়ার্টার ফাইনালে তিথি রায় টোঙ্গার টাইগার লিলির কাছে ৫-০ গেমে হারেন।
ছেলেদের টেবিল টেনিস ডাবলসে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিয়েছে বাংলাদেশ। রামহিম লিয়ান বম ও মুহতাসিন আহমদে হৃদয়কে নিয়ে গড়া জুটি ভারতের কাছে তারা হেরে যায় ৩-০ সেটে। (১১-৬, ১১-১, ১১-৪)