ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

বর্ধিত সভায় খালেদা জিয়া

ফ্যাসিস্টদের দোসররা এখনো গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে

স্টাফ রিপোর্টার

(৪ মাস আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১২:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে।’

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়া বলেন, ‘ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এই চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। দলকে আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংতভাবে গড়ে তুলি।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন সম্পন্ন করতে আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সঙ্গে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন।’

আগামী নির্বাচনে সাফল্যের জন্য বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংগত করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না, যাতে আপনাদের এত দিনের সংগ্রাম বিফলে যায়। আমাদের সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখার দরকার- ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’

খালেদা জিয়া আরও বলেন, ‘আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের আধুনিক, সমৃদ্ধি ও গণতান্ত্রিক দেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি। এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই অর্জনকে সুসংহত এবং ঐক্যকে আরো বেগবান করি। আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই-আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলি।’  

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আপনাদের মাধ্যমে ছাত্র ও যুবকসহ দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই। আসুন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারষ্পারিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি।’

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খালেদা জিয়া তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আজ দীর্ঘ ছয় বছর পর আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন। সেজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই-আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমনীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সবসময় আপনাদের পাশেই আছি।

পাঠকের মতামত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য যত শুনি ওতই অবাক হয়ে যাই,যার উপর এতো নির্যাতন অত্যাচার জেল জুলুম যিনি স্বামীকে হারিয়েছেন এক সন্তানকে হারিয়েছেন,আরেক সন্তানের উপর যে অমানবিক নির্যাতন চালিয়ে দেশ ত্যাগ করিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। তারপরও বেগম খালেদা জিয়া সেগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন। আমি সত্যিই অবাক হয়ে যাই তার ভিতর এদেশের মানুষের জন্য দেশের জন্য এতো ভালোবাসা দেখে। আমি দোয়া করি মহান আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেশি বেশি নেক হায়াত দান করেন। আমিন

মোঃ আলম হাওলাদার
২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১১:৩৩ অপরাহ্ন

সুন্দর বক্তব্যের জন্য ধন্যবাদ। তবে দলের লোকজনকে আরও সহনশীলতার পরিচয় দিতে হবে।

Abdus Salam
২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৪:৫২ অপরাহ্ন

এই হলো প্রকৃত নেতার মত কথা। আজ ঠিক এই অবস্থানে যদি হাসিনা ভাষণ দিত তবে সেই মুখ থেকে শুধুমাত্র প্রতিহিংসা ঘৃণাযুক্ত বাক্য বেরিয়ে আসতো। খালেদা জিয়ার জন্য দেশবাসীর অফুরন্ত দোয়া চলমান আছে।

শামীম জাহাঙ্গীর
২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩:৪৪ অপরাহ্ন

কয়েকমাস আগেও অসুস্থ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় সবচাইতে বড় বাঁধা যে দিয়েছিল তার নাম আনিসুল হক, শেখ হাসিনার আইন মন্ত্রী। ভাগ্যের কি পরিহাস, খালেদা জিয়া এখন বিদেশে চিকিৎসায় নিচ্ছেন, আর আনিসুল হককে পিছনে হাত বেঁধে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষের প্রতি জুলুম করলে এবং ক্ষমতার অপব্যবহার করলে তার পরিনতি কি হতে এটা তার একটা উদাহরণ হয়ে থাকবে।‌

Andalib
২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২:৪৮ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status