ভারত
তেলেঙ্গানায় টানেল ভেঙে বিপত্তি, মাটির নিচে আটকে ৮ শ্রমিক
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৬ অপরাহ্ন

ভারতের তেলেঙ্গানা রাজ্যের নগরকুরনুল জেলার শ্রীসাইলাম ড্যামে অবস্থিত সুড়ঙ্গের মধ্যে লিকেজ সমস্যা সারাই করতে গিয়েছিলেন একদল শ্রমিক। সুড়ঙ্গের প্রায় ১৪ কিলোমিটার ভেতরে হঠাৎ ধস নামে ছাদে। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে অন্তত ৮ জন ভেতরে আটকে পড়েছেন। প্রশাসনের দাবি অনুযায়ী, ছাদের প্রায় ১০ মিটার অংশ ভেঙে পড়ে যার জেরে প্রায় ২০০ মিটার এলাকায় কাদামাটি ছড়িয়ে পড়েছে। গোটা ঘটনা নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী সিএম রেভান্ত রেড্ডির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য সরকার টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার জন্য সেনাবাহিনীকে ডাকার পরিকল্পনা করেছে।
জানা যাচ্ছে, দিনচারেক আগেই খোলা হয়েছিল টানেলটি। দুর্ঘটনার পর স্থানীয় জেলাশাসক বি সন্তোষ বলেন, যারা আটকে পড়েছেন তাদের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি ভেতরের এয়ার চেম্বার ও কোনভেয়ার বেল্ট পুরোপুরি নষ্ট হয়ে গেছে। টানেলে প্রবেশের চেষ্টা করেও ফিরে আসতে হচ্ছে হাঁটুর সমান কাদা থাকায়। টানেলের প্রবেশপথের মুখেই ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। চেষ্টা করা হচ্ছে পাম্পিং স্টেশনগুলো খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করার। আপাতত শ্রমিকদের নাম ডেকে সাড়া নিয়ে বোঝার চেষ্টা করা হচ্ছে তারা ঠিক আছেন কিনা।
দ্য ইন্ডিয়ার এক্সপ্রেসের খবর অনুসারে জানা গেছে, তেলাঙ্গানা সরকার টানেলে উদ্ধারে যারা বিশেষজ্ঞ তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। উত্তরাখণ্ডের সিল্কিয়ার টানেল বিপর্যয়ে যারা সহায়তা করেছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।
সেচমন্ত্রী উত্তম কুমার রেড্ডি জানিয়েছেন যে তারা আশা করছেন আটজনই বেঁচে আছেন। মন্ত্রী আরও জানিয়েছেন, মার্কিন ফার্মের দুজন ইঞ্জিনিয়ারও আটকে পড়েছেন। সেই সঙ্গেই কনস্ট্রাকশন এজেন্সির ৬ জন কর্মীও আটকে গিয়েছেন। সকলেই উত্তর ভারতের বাসিন্দা। চারজন ঝাড়খণ্ডের। দুজন উত্তরপ্রদেশের। জম্মু ও কাশ্মীর ও পাঞ্জাবের একজন করে রয়েছেন।
সূত্র : হিন্দুস্থান টাইমস