অনলাইন
দিল্লিতে বিজেপি বেছে নিয়েছে নারী মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৭ অপরাহ্ন
দিল্লি বিধানসভার নির্বাচনের ফল ঘোষণার ১১ দিন পর বিজেপি একজন নারী বিধায়ককেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে। বুধবার সন্ধ্যায় বিজেপির পরিষদীয় দলের নেতা হিসেবে
দিল্লির শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তকে বেছে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নবনির্বাচিত বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখা-সহ নতুন মন্ত্রিসভার সদস্যেরা শপথ নেবেন। বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত ও আম আদমি পার্টির আতিশী মার্লেনার পরে দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্ত।
রেখা একদা সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি। তবে এই প্রথম বার বিধায়ক হিসেবে জয়ী হন তিনি। নয়াদিল্লি আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়ালকে হারানো প্রবেশ বর্মা বুধবার পরিষদীয় দলের বৈঠকে রেখার নাম প্রস্তাব করেন।
উল্লেখ্য, ২৭ বছর পরে দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৪৮টি আসনে। অন্য দিকে, টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর হেরে গিয়েছে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি । তারা পেয়েছে মাত্র ২২টি আসন। কেজরীওয়াল নিজের নয়াদিল্লি কেন্দ্রেই বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার কাছে হেরে গিয়েছেন।