খেলা
ভারত ম্যাচের আগে বাংলাদেশের নাহিদ রানাকে নিয়ে কৌতূহল
স্পোর্টস ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে আগামীকাল নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়। এর আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ সময় তাকে পেসার নাহিদ রানাকে নিয়েই বেশি প্রশ্নের উত্তর দিতে হয়।
নাহিদকে নিয়ে এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, 'রানা অবশ্যই দেখেন যে রকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।'
গেলো ২-৩ মাস টানা ম্যাচ খেলছেন রানা। এতে করে তার সহজাত গতিও কমে আসে। তবে রানা এখন ভালো অবস্থায় আছেন বলে জানান শান্ত। তিনি বলেন, 'রানা ঠিক আছে অবশ্য অনেকগুলো ম্যাচ একসাথে খেলেছে। এখন মোটামুটি ঠিক আছে। ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতো ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করছে। ও যদি কালকে খেলার সুযোগ পায় আমার মনে হয় যে ফ্রেশই থাকবে এবং ভালোভাবেই খেলার জন্য প্রস্তুত আছে।'