খেলা
সিটির বিপক্ষে বার্নাব্যুতে নিজেদের ফেভারিট ভাবছেন না আনচেলোত্তি
স্পোর্টস ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৩:০৭ অপরাহ্ন

ইত্তিহাদে চ্যাম্পিয়নস লীগের প্লে অফ পর্বের প্রথম লেগে ৩-২ গোলের দারুণ জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগ আজ রাতে গড়াবে সান্তিয়াগো বার্নাব্যুতে। পেপ গার্দিওলা এ ম্যাচ নিয়ে খুব একটা আশা দেখছেন না। তবে ম্যানচেস্টার সিটি বসের সঙ্গে একমত হতে পারছেন না কার্লো আনচেলোত্তি। তার মতে, যেকোনো পরিস্থিতিতেই ইংলিশ জায়ান্টরা কঠিন প্রতিপক্ষ।
রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক এই মাঠে সাত ম্যাচ খেলে এখন পর্যন্ত মাত্র একবার জিতেছে সিটি। ২০২০ -এর চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে সেবার ২-১ গোলে জেতে সিটিজেনরা। তাই এ ম্যাচ নিয়ে মঙ্গলবার গার্দিওলার বলেন যে শেষ ষোলতে যাওয়ার তিনি মাত্র ১ শতাংশ সুযোগ দেখছেন। এ কথার সঙ্গে একমত পোষণ করতে পারছেন না আনচেলোত্তি। এ প্রসঙ্গে ম্যাচের আগের দিন রিয়াল বস বলেন, ‘সত্যি বলতে সে (গার্দিওলা) যা বলেছে এমনকি নিজেও সেটা বিশ্বাস করে না। তবে আমি ম্যাচের আগে তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করব। সে মনে করে তাদের পরের ধাপে যাওয়ার সম্ভাবনা ১ শতাংশ। আমরাও মনে করি না যে আমরা ৯৯ শতাংশ ফেভারিট। ম্যানচেস্টারে আমরা যা করেছি সেটার কারণে সামান্য এগিয়ে আছি এবং আমাদের এটিকে কাজে লাগাতে হবে।’ প্রথম লেগে এগিয়ে থাকার সুবিধা নিয়ে খেলাটাকেও কঠিন চ্যালেঞ্জ হিসেব মনে করেন এই ইতালিয়ান কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুবিধাজনক অবস্থায় থেকে খেলতে জানা একটি মনস্তাত্বিক ব্যাপার। আমি এখানে এসে বলতে পারি যে, আমরা এগিয়ে নেই এবং ম্যাচটি এমনভাবে খেলব যেন আগের রাউন্ড গোলশূন্য ড্র হয়েছিল।’
আজ রাত ২টায় একে অপরের মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি।