খেলা
এশিয়া কাপ আমিরাতে হলেও বড় অঙ্কের অর্থ পাচ্ছে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
৫ আগস্ট ২০২২, শুক্রবার
টুর্নামেন্টটি শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। মহাদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। দেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে এ টুর্নামেন্ট আয়োজনে অপারগতা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তবে ২৭শে আগস্ট শুরু এশিয়া কাপের আয়োজকস্বত্ব এসএলসিরই আছে। এতে এশিয়া কাপ নিজেদের মাটিতে আয়োজন না করেও আয়োজক হওয়ার কারণে বেশ মোটা অঙ্কের অর্থই পাবে এসএলসি। ইএসপিএনসক্রিকইনফো জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে আনুমানিক ৬৫ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ কোটি ৭০ লাখ টাকা) পাবে তারা। এসএলসির সেক্রেটারি মোহন ডি সিলভা এশিয়া কাপ শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করতে না পারার ব্যাখ্যা দিয়েছেন। সংবাদমাধ্যমকে বলেন, ‘এই মানের টুর্নামেন্টে শুধু সদস্যদেশগুলোই নয়, অন্যান্য অংশীদার যেমন সম্প্রচারক সংস্থা, স্পনসরদেরও প্রয়োজন হয়। কিন্তু জ্বালানি ও অন্যান্য সংকট মিলিয়ে (আয়োজনে) নেতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা গেছে। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিকে (টুর্নামেন্ট আয়োজনে) সহায়ক মনে করছেন না অংশীদাররা।’
ভয়াবহ আর্থিক, রাজনৈতিক ও সামাজিক সংকট চলছে শ্রীলঙ্কায়।
অঙ্কটা কত হতে পারে, সে বিষয়ে ধারণা দিয়েছেন আর এসএলসি সেক্রেটারি মোহন ডি সিলভা। তিনি বলেন, ‘আয়োজক ফি হিসেবে আমরা ২৫ লাখ ডলার পাবো। টিকিট বিক্রি থেকে পাব ১৫ লাখ ডলার। আর অংশ নেওয়া দলগুলোর প্রতিটি দলের মতো আমরাও ২০ লাখ ডলার পাবো।’