ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

মাহমুদুল্লাহ নাটকের শেষ কোথায়!

স্পোর্টস রিপোর্টার
৫ আগস্ট ২০২২, শুক্রবার
mzamin

মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম। টি-টোয়েন্টি দলের অধিনায়ক তিনি। যদিও জিম্বাবুয়ে সফরে তাকে বিশ্রাম দিয়ে নেতৃত্ব তুলে দেয়া হয়েছিল নূরুল হাসান সোহানের কাঁধে। কিন্তু দুই ম্যাচ খেলেই ইনজুরিতে ছিটকে পড়েন দলের বাইরে। সিরিজের শেষ ম্যাচে দলনেতা করা হয় মোসাদ্দেক হোসেন সৈকতকে। কিন্তু সেই ম্যাচে মাহমুদুল্লাহকে ফেরানো হয় একাদশে। ধরা করা হচ্ছিল তিনি হয়তো সেই ম্যাচেই ২০ ওভারের ক্রিকেটকে অবসর বলে দিবেন। কিন্তু তা হয়নি! জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের অগোচরে কোচের দাবিতে তাকে বিশ্রাম থেকে দলে ফেরানো হয়। এমন নাটকে প্রশ্ন ওঠে তিনি থাকতে কেন সৈকত অধিনায়ক! এবার তাকে নিয়ে আরেক নাটকের প্লট তৈরি হয়েছিল। বলা হচ্ছিল এশিয়া কাপ থেকেই টি-টোয়েন্টি দলের নয়া অধিনায়ক হতে পারেন সাকিব আল হাসান।

বিজ্ঞাপন
কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল বলেছেন, মাহমুদুল্লাহসহ চারজন আছেন দলনেতা হিসেবে তাদের বিবেচনায়। এবার প্রশ্ন তাকে নিয়ে এই নাটকের শেষ আসলে কোথায়! বিসিবি সভাপতি বলেন, ‘ক্যাপ্টেন হিসেবে চারজনের নাম আসছে। সেখানে সাকিবও আছে, রিয়াদও আছে। সোহান লিটনের নামও এসেছে। দল আর ক্যাপ্টেনের একটা তালিকা হয়েছে। ওনারা কথা বলে তারপর জানাবে। আগে তো জানতে হবে কে হতে চায় কে চায় না। যে চারটা নাম এসেছে এরমধ্যে একজন না করেছে।’ গতকাল বোর্ড সভা শেষে এমনটাই জানান বিসিবি সভাপতি। 
বিসিবি নানা সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে রাজি নয় লিটন দাস। ব্যাটিংয়ে মনোযোগ দিতেই তিনি বিসিবিকে না বলে দিয়েছেন। অন্যদিকে সোহান ইনজুরিতে। যতটা জানা গেছে তার আঙ্গুলের যে অবস্থা তাতে এশিয়া কাপে খেলাই অনিশ্চিত। বাকি রইলো সাকিবের নাম, তিনি যদি রাজি থাকেন তাহলে বিসিবি আর অন্য কাউকে নিয়ে ভাববেই না। তবে সেটি না হলে আর কোনো পথ না পেয়ে রিয়াদকেই নেতৃত্বে বহাল রাখতে হবে। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাহমুদুল্লাহকে দলে ফেরানোতে নাখোস বিসিবি কর্তারা। তার খেলার বিষয়ে কিছু জানতেন না বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘রিয়াদের ইনক্লুশন আমি তো জানি না। আমি জেনেছি যখন ঘোষণা করে দিয়েছে। সোহানের রিপ্লেসমেন্টটা ওদের কাছে ছিল না তাই!’ এ ছাড়া আসন্ন এশিয়া কাপে নাজমুল হাসান নিজেই দলের সঙ্গে থাকবেন বলেও জানান। তিনি বলেন, ‘এবার এশিয়া কাপে যাব, টিমের সঙ্গে থাকবো। দেখবো কি হয়। আগামী এক বছরের মধ্যে আমরা একটা ভালো জায়গায় যাব। হতে পারবো কিনা জানি না।’ 
মাউন্ট ম্যাঙ্গানুর মতো হবে শেখ হাসিনা স্টেডিয়াম
পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ শুরুর প্রক্রিয়া নিয়ে নাজমুল হাসান বলেন, ‘শেখ হাসিনা স্টেডিয়ামের কনসালটেন্ট। লম্বা প্রসিডিউরের মাধ্যমে সব রেডি করা হয়েছে। ২৮ তারিখ অর্থনৈতিক বিট খোলা হয়েছে। আজ বোর্ড প্রেজেন্টেশন নিয়ে পপুলাসকে ডিজাইন এন্ড কনসালটিংয়ের জন্য এটা দিচ্ছে। ইনডোরের নতুন করে ফ্যাসিলিটি যুক্ত হবে উইথ ন্যাচরাল টার্ফে হবে। অ্যাপ্রুভাল দেয়া হয়েছে। নিউজিল্যান্ডের মাউন্ট ম্যাঙ্গানুর মতো। খুলে দেয়া বন্ধ করা যাবে।’

 

আইসিসির সঙ্গে বিসিবির আলোচনায় যা ছিল
সম্প্রতি ইংল্যান্ডে আইসিসির সভাতে অংশ নিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট নিয়ে গভীর ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেই জানান তিনি। পাপন বলেন, ‘আইসিসি চেয়ারম্যান বাংলাদেশের সঙ্গে আলাদা একটা সেশন করেছে। তিনি এসে যে দেখে গেছেন বলেছেন এখানে এমন ক্রিকেট হয় তার ধারণাও ছিল না। আম্পায়ারিং ও কিউরেটরের বিষয়ে তাদের থেকে আমরা সহযোগিতা নিবো। নিউজিল্যান্ড থেকে কিউরেটর পাঠাবে আমাদের থেকে নিয়ে যাবে। ওরা বললো তোমাদের আম্পায়ারদের তো তোমরা সাপোর্ট করো না। আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ আম্পায়ার না থাকার প্রশ্নে।’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status