খেলা
একদিন আগে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন লকি ফার্গুসনও
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৩:২৩ অপরাহ্ন

করাচিতে বুধবার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এর মধ্যে আরেকটি দু:সংবাদ হানা দিল কিউই শিবিরে। চোটের কারণে চলতি সপ্তাহেই বেন সিয়ার্সকে হারায় নিউজিল্যান্ড। এবার ডান পায়ের চোটে পড়ে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন আরেক পেসার লকি ফার্গুসন। তার জায়গায় ব্ল্যাক ক্যাপদের দলে ডাক পেয়েছেন কাইল জেমিসন।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি চলাকালীন হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ফার্গুসন। ডেজার্ট ভাইপার্সের হয়ে শেষ দুই ম্যাচে মাঠে নামেননি এই ডানহাতি পেসার। এরপর খেলেননি পাকিস্তানে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে। কিন্তু করাচিতে আফগানিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিমূলক ম্যাচ খেলেন এই ৩৩ বছর বয়সী। তবে মাত্র ৩ ওভার বল করেই হাল ছাড়েন তিনি। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকেই গেলেন। এতে করে কিউইদের শিরোপা জয়ের স্বপ্ন বড় ধাক্কাই খেল। বেন সিয়ার্সের পর ফার্গুসনকেও হারিয়ে হতাশ নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘লকির (ফার্গুসন) জন্য আমাদের দু:খ হচ্ছে। লকি আমাদের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র। ওর বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা কাজে লাগত। আমরা জানি যে আরেকটি বড় টুর্নামেন্টে সে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে ছিল। তার দ্রুত সুস্থতার প্রার্থনা করছি।’ ফার্গুসনের বদলে দলে জায়গা করে নেন আরেক ফাস্ট বোলার জেমিসন। কিউইদের হয়ে ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন ডানহাতি এই পেসার। সবশেষ ওয়ানডে খেলেন ২০২৩ -এর নভেম্বরে, ওয়াংখেরেতে ভারতের বিপক্ষে। ২০২১ -এর আইপিএলে ডানহাতি এই পেসারকে ১৫ কোটি টাকায় দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও সেবার আরসিবি’র আস্থার যথাযথ মর্যাদা দিতে পারেননি জেমিসন। এরপর ২০২৩ আইপিএলের নিলামে তাকে মাত্র ১ কোটিতে দলে নেয় চেন্নাই সুপার কিংস।