ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

দুই মাদ্রিদকে টপকে সবার ওপরে বার্সা

স্পোর্টস ডেস্ক

(১ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১১:৩৭ পূর্বাহ্ন

mzamin

স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমটা দারুভাবে শুরু করে বার্সেলোনা। শীর্ষস্থানটা অনেকদিন ধরেই দখল করে রাখে কাতালানরা। তবে মাঝে খেই হারিয়ে ফেললে ওপরে উঠে যায় রিয়াল মাদ্রিদ। সোমবার রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলের জয়ে শীর্ষস্থানটা ফের দখল করেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

এর আগে শনিবার মাদ্রিদের দুই নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও অ্যাটলেটিকো নিজেদের ম্যাচ পয়েন্ট ভাগাভাগি করে শেষ করে। এতে বার্সার সামনে শীর্ষস্থান হাতিয়ে নেবার সুবর্ন সুযোগ চলে আসে। সেটিকে কাজে লাগাতে ভুল করেনি কাতালুনিয়ানরা। অন্যদিক দিয়ে দেখলে রেফারিদের আলোচনা-সমালোচনা তুঙ্গে থাকা একটি সপ্তাহ শেষ করল লা লিগা। রিয়ালের শেষ ম্যাচে বিতর্কিত লাল কার্ড দেখায় রেফারি। জুড বেলিংহামের উঠে যাবার পর সে ম্যাচে পয়েন্ট হারায় রিয়াল। অ্যাটলেটিকোর ম্যাচে তো শুরুর দিকেই লাল কার্ড দেখে ১০ জনে পরিণত হয় দিয়েগো সিমিওনের দল। পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদেরও। এদিন রায়ো ভায়েকানোও একবার বার্সার জালে বল জড়ায়। পরে ভিএআর সিদ্ধান্তে বাতিল হয় সেটি। বার্সেলোনার ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে বেশ প্রতিরোধ গড়ে তোলে ভায়েকানো। সফরকারীদের গোলের দিকে ১৪টির মধ্যে ৫টি শট লক্ষ্যে রাখে স্বাগতিকরা। ভায়েকানোর ৯টি শটের মধ্যে ৪টিই থাকে লক্ষ্যে। শুরু থেকে আক্রমণভাগে জ্বলে ওঠে বার্সা। চতুর্থ থেকে দ্বাদশ মিনিটে দারুণ তিনটি গোলের সুযোগ তৈরি করে লেভানদভোস্কি, রাফিনহা ও লামিন ইয়ামাল। তবে ২৮তম মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেনি ভায়েকানো। বক্সের ভেতরের ফাউল থেকে পেনাল্টি পায় বার্সা। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন লেভা। এ নিয়ে লা লিগায় ২৩ ম্যাচে ২০ গোল করে সবার ওপরে এই পোলিশ স্ট্রাইকার। ১৭ গোল করা কিলিয়ান এমবাপ্পে দুইয়ে। বিরতির বাঁশি বাজার আগে সফরকারীরা দারুণ কিছু সুযোগ তৈরি করলেও গোলকিপার ভয়চেক সেজনি সেসব রুখে দেন। ৪৩তম মিনিটে হোর্হে দে ফ্রুতোস জালেও বল জড়ান। রেফারি অফসাইডের বাঁশি বাজালে হতাশ হয় ভায়েকানো।

রিপ্লেতে দেখা যায়,বার্সার ডি-বক্সের মধ্যে যখন সতীর্থের পাস ঢুকছে তখন অফসাইডে ফ্রুতোস নয়, ছিলেন এনতেকা। এ সময় এনতেকা বল ধরার কোনো প্রচেষ্টাও করেননি, তবে দে ফ্রুতোসকে চ্যালেঞ্জ জানাতে যাওয়া ইনিগো মার্তিনেসের পথরোধ করে বসেন। তাই সেটিকেই খেলায় অংশ নেয়া ধরে অফসাইড বহাল রাখে ভিএআর। বিরতি থেকে ফিরেও বেশ কিছু আক্রমন-পাল্টা আক্রমণ চালায় দু’দল। তবে আর গোল না হওয়ায় ১-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। এ জয়ে তিন সপ্তাহ আগেও রিয়ালের থেকে ৭ পয়েন্ট পিছিয়ে থাকা বার্সা উঠে আসে শীর্ষে। সমান ২৪ ম্যাচে দু’দলেরই পয়েন্ট ৫১। তবে গোল ব্যবধানে বার্সার (+৪০) চেয়ে অনেকটাই পিছিয়ে অল হোয়াইটরা (+২৯)। সমানসংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তিনে অ্যাটলেটিকো।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status