খেলা
৩ বছর পর দ্রুততম মানব ইসমাইল, শ্রেষ্টত্ব ধরে রাখলেন শিরিন
স্পোর্টস রিপোর্টার
(১ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

জাতীয় অ্যাথলেটিক্সে মোঃ ইসমাইল হোসেন দ্রুততম মানব ও শিরিন আক্তার দ্রুততম মানবী হয়েছেন। ৩ বছর পর মুকুট ফিরে পেলেন ইসমাইল, তবে শ্রেষ্টত্ব ধরে রেখেছেন শিরিন।
আজ জাতীয় স্টেডিয়াম ঢাকায় পুরুষ ১০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর ইসমাইল ১০.৬১ সেকেন্ড টাইমিংয়ে প্রথম হয়েছেন। একই সংস্থার রাকিবুল হাসান মাত্র ০.০২ সেকেন্ড কম সময়ে দ্বিতীয়। আর শিরিন আক্তার ১২.০১ সেকেন্ড টাইমিংয়ে বাংলাদেশ নৌবাহিনীর দ্রুততম মানবী হওয়ার কৃত্তিত্ব ধরে রেখেছেন। জাতীয় ও গ্রীষ্মকালীন প্রতিযোগিতা মিলিয়ে মোট ১৬ বার দ্রুততম মানবী শিরিন।
গত তিন আসরে ইংল্যান্ড প্রবাসী ইমরানের কাছে হারতেন নৌবাহিনীর ইসমাইল। তিন বছর পর আবার দ্রুততম মানবের খেতাব পেয়ে বেশ উচ্ছ্বসিত এই স্প্রিন্টার বলেন,‘আবার দ্রুততম মানব হয়েছি ভালো লাগছে। এই জন্য আমার কোচ কাফি স্যারকে অনেক ধন্যবাদ। তিনি গত কয়েক মাস আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। ’
নারীদের ট্র্যাক এন্ড ফিল্ডে শিরিনের একচ্ছত্র প্রাধান্য। তিনি বলেন, ‘ট্র্রাকে প্রতিদ্বন্দ্বিতা করেই পদক জিততে হয়। আমি সামনেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এই সাফল্যে কোচ আব্দুল্লাহ হেল কাফীরও (সাবেক দ্রুততম মানব) ভূমিকা রয়েছে।’