খেলা
৫১ বছর আগের দু:স্বপ্ন ফিরলো ইউনাইটেডে
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ১২:২২ অপরাহ্ন

ঘরের মাঠে প্রথমেই এগিয়ে গেলো টটেনহ্যাম হটস্পার। ম্যাচ জুড়ে আক্রমন-পাল্টা আক্রমণের দিন ফিনিশিং দুর্বলতায় জাল খুঁজতে ব্যর্থ ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার শেষ পর্যন্ত জেমস ম্যাডিসনের একমাত্র গোলে জয় নিশ্চিত হলো স্পার্সদের। আর ৫১ বছর পর শীর্ষ লীগের প্রথম ২৫ ম্যাচের ১২টিতেই হারের লজ্জা দেখলো রেড ডেভিলরা।
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে এদিন ২২টি শটের মধ্যে ৭টি লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা। ইউনাইটেডের ১৬টির মধ্যে লক্ষ্যে থাকে ৬টি। ম্যাচের আগে রেড ডেভিল কোচ রুবেন আমোরিম একটি খারাপ সংবাদ নিয়ে আসেন ইউনাইটেড ভক্ত-সমর্থকদের জন্য। চোটে পড়ে চলতি মৌসুমে মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ ফরোয়ার্ড আমাদ দিয়ালোর। অন্যদিকে চোট কাটিয়ে প্রায় চার সপ্তাহ পর মাঠে ফিরেই টটেনহ্যামের জয়ের নায়ক ম্যাডিসন। সেপ্টেম্বরে প্রিমিয়ার লীগের চলতি আসরের প্রথম দেখায় ওল্ড ট্রাফোর্ডে৩-০ গোলে জেতে স্পার্সরা।
১৯৮৯-৯০ মৌসুমের পর এবারই প্রথমবার ইউনাইটেডের বিপক্ষে লীগের দুই ম্যাচেই তুলে নিল জয়। এছাড়াও ৪৫ বছর পর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনবারের দেখায় সবক’টিতে জিতেছে লিলিহোয়াইটরা। এর আগে ডিসেম্বরে লীগ কাপের কোয়ার্টার ফাইনালে ক্লাবটি জেতে ৪-৩ গোলে। দু:সময়ের মধ্য দিয়ে যাওয়া ইউনাইটেড টানা দুটিসহ লীগের শেষ ১২ ম্যাচের ৮টিতেই হারল।
ম্যাচের দশম মিনিটে প্রথম সুযোগ তৈরি করে সফরকারীরা। তবে রাসমুস হয়লুন্দ ও আলেহান্দ্রো গারনাচোর সে প্রচেষ্টা ফিরিয়ে দেন গোলকিপার গুলিয়েলমো ভিকারিও। তিন মিনিট পর জয়সূচক একমাত্র গোলটি করে স্বাগতিকরা। বক্সের ভেতর থেকে লুকাস বার্গভালের বাঁ পায়ের শট ফিরিয়ে দেন ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানা। ফিরতি বল পেয়ে একপ্রকার ফাঁকা জালেই বল জড়ান ইংলিশ মিডফিল্ডার ম্যাডিসন। রেড ডেভিলদের বিপক্ষে এই ২৮ বছর বয়সী এদিনই প্রথমবার গোল করেন।
২৩তম মিনিটে ওপর দিয়ে মেরে দারুণ এক গোলের সুযোগ হাতছাড়া করেন গারনাচো। বিরতি থেকে ফিরে ইতালিয়ান গোলকিপারের ভিকারিওর দুর্দান্ত কিছু প্রচেষ্টায় জাল অক্ষত থাকে স্বাগতিকদের। স্পার্সরাও কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। এই জয়ে ২৫ ম্যাচে ৯ জয়, ৩ ড্র ও ১৩ হারে ৩০ পয়েন্টে তালিকার ১২ নম্বরে উঠে এসেছে আঞ্জে পোস্তেকগলুর দল। সমানসংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে ১৫ নম্বরে নেমে গেছে রুবেন আমোরিমের শিষ্যরা। ১৯৭৩-৭৪ মৌসুমের পর এবারই প্রথমবার শীর্ষ লীগের প্রথম ২৫ ম্যাচের ১২টিতে হার দেখলো ম্যানচেস্টার ইউনাইটেড। ৫১ বছর আগে সেবার প্রথম ২৫ ম্যাচে ১৩টিতে হারা ইউনাইটেড রেলিগেটেড বা অবনমিত হয়।