ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

ভারত

পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উরসে যাচ্ছে না বাংলাদেশের বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(১ মাস আগে) ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১০:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:০০ পূর্বাহ্ন

mzamin

পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরের মিঁয়াবাজারের জোড়া মসজিদে রয়েছে হযরত মুহাম্মদ(সা.)-এর ৩৩ তম বংশধরের মাজার। তারই মৃত্যু দিবস উপলক্ষ্যে আগামী ১৭ ফেব্রুয়ারি পালিত হবে উরস। বসবে মেলাও। সেই উরস উৎসবের সব প্রস্তুতি প্রায় শেষ। কিন্তু এবার এই উরসে আসছে না বাংলাদেশের পূণ্যার্থীসহ বিশেষ ট্রেন। ১২৩ বছরের ঐতিহ্যে এবার নিয়ে পঞ্চমবার বাংলাদেশ থেকে কোনও ট্রেন আসছে না। 

১৯০২ সাল থেকে ট্রেন আসা শুরু হলেও এর আগে ১৯৬৫ এবং ১৯৭১ সালের যুদ্ধের সময় এবং করোনার জন্য ২০২১ ও ২০২২ সালে ট্রেন আসেনি। এবার আসছে না বাংলাদেশের সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে।

বাংলাদেশের অঞ্জুমান-ই কাদেরিয়ার সভাপতি মোহাম্মদ মেহবুব উল আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রস্তুতি ছিল, তবে শেষ মুহূর্তে যাওয়া বাতিল করা হয়েছে। মেদিনীপরের পুরসভার প্রধান সৌমেন খানও জানিয়েছেন, পরিস্তিতি স্বাভাবিক না থাকায় বাংলাদেশ থেকে ট্রেন আসছে না। তবে উরস মহাসমারোহে পালিত হবে বলে তিনি জানিয়েছেন।  

গত বছরও প্রায় ২ হাজার পূণ্যার্থী নিয়ে অতীতের মতো সরাসরি বাংলাদেশের রাজবাড়ি থেকে ট্রেন এসেছিল মেদিনীপুরে। একদিন থেকে পরের দিন ট্রেন ফিরে গিয়েছিল বাংলাদেশে। উরস উৎসব পরিণত হয়েছিল দুই বাংলার মিলনমেলায়। এবার তা হচ্ছে না জেনে মেদিনীপুর বাসীরা হতাশ। মোহাম্মদ আবুলের কথায়, এই ট্রেন ছিল দুই বাংলার সেতুবন্ধন। বাংলাদেশের পূণ্যার্থীরা উরস উৎসবে অংশগ্রহণ ছাড়াও মেলা থেকে কেনাকাটা করে ফিরে যেতেন।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status