খেলা
তারুণ্যের উৎসবে চিত্রাঙ্কন
স্পোর্টস রিপোর্টার
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
তারুণ্যের উৎসবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে খুদে মেয়েদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার ধানমণ্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দিনব্যাপী প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে আরিশা জিনাত চ্যাম্পিয়ন ও জিনিয়া জান্নাত প্রীতি রানার্সআপ হয়। জুনিয়র বিভাগে আরহাম চৌধুরী চ্যাম্পিয়ন ও অনিভা রানার্সআপ হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একান্ত সচিব আবুল হাসান ও জাতীয় ক্রীড়া পরিষদের একান্ত সচিব সাইফুল ইসলাম। এ সময় মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী আনজুম আরা আকসির ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন।