খেলা
৩রা মার্চ শুরু ঢাকা প্রিমিয়ার লীগ
২২ ও ২৩শে ফেব্রুয়ারি দলবদল
স্পোর্টস রিপোর্টার
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবারক্লাবগুলোর আন্দোলনের মুখে অনিশ্চয়তা পড়েছিল ঢাকা প্রিমিয়ার লীগের আয়োজন। অবশেষে সেই শঙ্কা কেটেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ঢাকার ক্লাবগুলোর গঠনতন্ত্র ইস্যুতে যে দূরত্ব তৈরি হয়েছিল তা আপাতত মীমাংসা হয়ে গেছে। এরইমধ্যে সিসিডিএম চূড়ান্ত করেছে ঢাকা প্রিমিয়ার লীগের দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে আগামী ৩রা মার্চ মাঠে গড়াবে ওয়ানডের এই আসর। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শেষ হয়েছে শুক্রবার রাতে। শনিবার সকাল থেকেই শুরু হয়েছে ক্লাবগুলোর ব্যস্ততা পুরোপুরি শুরু হয়েছে দল গোছাতে। জানা গেছে, আগামী ২২ ও ২৩শে ফেব্রুয়ারি ২ দিনব্যাপী দল বদল অনুষ্ঠান। সেখানে দল বদলের আনুষ্ঠানিক কাজকর্ম সারবেন ক্রিকেটাররা। ক্লাবগুলো পছন্দের ক্রিকেটারদের দিয়ে ২০২৫-এর ঢাকা প্রিমিয়ার লীগের নতুন দল সাজাবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের সমন্বয়ক সাব্বির আহমেদ রুবেল। তিনি দৈনিক মানবজমিনকে বলেন, ‘১লা মার্চ আমরা ঢাকার লীগের ট্রফি উন্মোচন ও অধিনায়কদের মিটিংয়ের আয়োজন করবো। আর ৩ তারিখ থেকে মাঠে গড়াবে খেলা। তার আগে আমরা ২২ ও ২৩শে ফেব্রুয়ারি দল বদল করবো।’ এরইমধ্যে ১২ ক্লাব তাদের দলে ক্রিকেটার ভেড়াতে শুরু করেছে। দল বদলের নির্ধারিত দিনে থাকবে শুধু আনুষ্ঠানিকতা। অন্যদিকে জাতীয় দলের নির্বাচক পদ ছেড়ে আবাহনীর কোচ হতে চুক্তিবদ্ধ হয়েছেন হান্নান সরকার। তিনি জানিয়েছেন এরইমধ্যে আবাহনী শিবির গোছাতে শুরু করেছেন। ক্রিকেটারদের পাশাপাশি কোচ বদলের ঘটনাও আছে। দীর্ঘ এক যুগের বেশি সময়ের কোচ খালেদ মাহমুদ সুজন আবাহনী ছেড়ে চলে গেছেন। নতুন কোচ হিসেবে হান্নানকে বেছে নিয়েছে দলটি। কোচ হয়েই দলে টেনেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এ ছাড়া জাতীয় দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও এবার প্রিমিয়ার লিগে কোচিং করাতে পারবেন না। তার সাবেক দল প্রাইম ব্যাংকের নতুন কোচ হতে যাচ্ছেন বিপিএলে খুলনা টাইগার্সকে কোচিং করানো তালহা জুবায়ের। এ ছাড়াও জাতীয় দলের অন্যতম তিন তারকা- তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ এবার খেলবেন মোহামেডানে। তাদের সঙ্গে থাকবেন আরও এক ঝাঁক নামি ক্রিকেটার। সেই তালিকার সর্বশেষ সংযোজন তাওহিদ হৃদয়। তার সঙ্গে চূড়ান্ত হয়েছে মোহামেডানের কথাবার্তাও। তবে মেহেদী হাসান মিরাজকে মোহামেডানে দেখা যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।
এ ছাড়াও জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল বদলের কথা শোনা গেলেও জানা গেছে, তিনি আবাহনী, মানে আকাশি-হলুদ শিবিরেই থেকে যাচ্ছেন। এ ছাড়া মোসাদ্দেকও আবাহনীর হয়ে খেলবেন বলে জানা গেছে। তবে আবাহনী ছাড়ার তালিকাও বেশ বড়। পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন আবাহনী ছেড়ে মোহামেডানে পাড়ি জমিয়েছেন। জাকের আলী অনিকও আবাহনী ছেড়ে যাচ্ছেন লিজেন্ডস অব রূপগঞ্জে। এবার পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিন মাঠে গড়াবে ঢাকা লীগ। এ নিয়ে রুবেল বলেন, ‘আমরা চেয়েছিলাম দুই তারিখ শুরু করতে। পরে প্রথম রোজা চিন্তা করে একদিন পিছিয়েছি।’