খেলা
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল চ্যাম্পিয়ন
স্পোর্টস রিপোর্টার
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবারতারুণ্যের উৎসবে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে জেলা মার্শাল আর্ট তায়কোয়ান্দো প্রতিযোগিতা ও র্যালি। শুক্রবার দিনব্যাপী প্রতিযোগিতায় ক্যাটনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তায়কোয়ান্দো একাডেমি চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ কৃষি গবেষণা তায়কোয়ান্দো একাডেমি রানার্সআপ হয়। র্যালি ও প্রতিযোগিতার উদ্বোধন করেন তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। এ সময় গাজীপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস উপস্থিত ছিলেন। র্যালি ও প্রতিযোগিতায় গাজীপুরের ১২টি স্কুলের সাড়ে তিনশ’ তায়কোয়ান্দোকা অংশ নেন।
যার মধ্যে ২০০ জন পুরুষ ও ১৫০ নারী ছিলেন।