ভারত
দুই মাস পর আগরতলার বাংলাদেশ মিশনে ভিসা পরিষেবা চালু
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ সপ্তাহ আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর বুধবার থেকে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন ভিসা প্রদান কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবারই (৪ ফেব্রুয়ারি) আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. আল আমীন এক বিজ্ঞপ্তিতে বুধবার থেকে ভিসা ও কনস্যুলার পরিষেবা চালুর কথা জানান। গত ৩ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ মিশনের ভিসা ও কনস্যুলার সেবা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। মিশনের উপর ভারতের হিন্দুত্ববাদীদের হামলার পরেই আগরতলার সহকারী হাইকমিশন থেকে ভিসা প্রদান বন্ধ করা হয়েছিল। গত ২ জানুয়ারি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা হাইকমিশনে হামলা করে ভাঙচুর চালায় ও বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। এরপর নিরাপত্তাহীনতার কারণে মিশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ সরকার।
ভারত অবশ্য এই হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেছিল। সেইসঙ্গে মিশনের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়। হামলার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তারও করা হয়। এছাড়া ডেপুটি হাইকমিশনের নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ ভারতীয় পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়।