ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

শরীর ও মন

সোরিয়াসিস ত্বকে সংক্রমণ হলে কী খাবেন আর কী খাবেন না

ডা. দিদারুল আহসান
২ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

যদিও জটিল চর্মরোগ সোরিয়াসিস ছোঁয়াচে না।  তবুও  এই ধরনের ত্বকের অসুখ হলে অনেক বেশি সাবধানে থাকতে হয়। তাই ত্বকের অসুখকে নিয়ন্ত্রণে রাখতে কেবল ওষুধ খাওয়া নয়, রোজের খাওয়া-দাওয়ার দিকেও নজর রাখা প্রয়োজন।
সোরিয়াসিস শরীরের এক জায়গায় হলে সেখান থেকে দ্রুত অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারে। মাছের আঁশের মতো চামড়া উঠতে শুরু করে। অনেক সময়ে ঘা হয়ে যায় ত্বকে। শীতের সময়ে জ্বালা ও চুলকানি আরও বাড়ে।
সোরিয়াসিসে আক্রান্তদের ডায়েট সতর্ক প্রয়োজন। স্যাচুরেটেড ফ্যাট আছে এমন খাবার, খুব বেশি মিষ্টিজাতীয় খাবার, ভাজাভুজি ও প্রক্রিয়াজাত খাবার, ফ্রোজেন ফুড, অ্যালকোহল ও গ্লুটেন আছে এমন খাবার খেলে সোরিয়াসিসের সংক্রমণ আরও বেড়ে যাবে। যদি এই অসুখকে নিয়ন্ত্রণে রাখতে হয়, তা হলে এমন খাবার খেতে হবে যাতে বেশি পরিমাণে থাকবে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ফাইবার। যে সব খাবার খেলে শরীরে প্রদাহ হবে না, এমন খাবারই রাখতে হবে রোজের ডায়েটে।
কি কি খাবেন: মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। তাই রোজ মাছ খেলে ভালো। ‘আমেরিকান অ্যাকাডেমি ডার্মাটোলজি’ বিজ্ঞান পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, সামুদ্রিক মাছ খেলে ত্বকের সংক্রমণ কম হবে। কর্ড, ম্যাকারেলের মতো সামুদ্রিক মাছ এ দেশে তেমন পাওয়া যায় না। তাই ভেটকি, পমফ্রেট, ইলিশ মাছ খেতে পারেন। তাতেও ভরপুর মাত্রায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আছে।
লিন ফ্যাট খেতে হবে। মাংস খেলে চর্বি বাদ দিয়ে খেতে হবে। রেড মিটের বদলে চিকেন খেলে ভালো। লিন মিটের তুলনায় কোলেস্টেরল ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কম থাকে। চিকেন ছাড়াও লিন প্রোটিনের অন্যতম উৎস মাছ। সোরিয়াসিসে আক্রান্তদের জন্য ছোট মাছ খাওয়া বেশি উপকারী।
বেশি করে খেতে হবে সবুজ শাকসব্জি ও ফল। ভিটামিন এ, ই ও অ্যান্টিঅক্সিড্যান্ট বেশি আছে এমন সব্জি ও ফল খেলে ভালো। বেরি জাতীয় ফল, পালং শাক, ব্রোকোলি খেলে উপকার হবে।
শিম, কড়াইশুঁটিতে ফাইবার, ক্যালশিয়াম বেশি থাকে। এই সব্জি খেলে শরীরে প্রদাহ কম হবে। পাশাপাশি, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে।
বিভিন্ন রকম বাদাম ও বীজ খেতে পারেন। বাদাম ও বীজের ভিটামিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিড্যান্ট সোরিয়াসের সংক্রমণ কমাতে সাহায্য করে। কাঠবাদাম, সূর্যমুখীর বীজ, কুমড়োর বীজ, তিসির বীজ, চিয়া বীজ রাখতে পারেন রোজের ডায়েটে। তবে বাদাম ও বীজ কী পরিমাণে খাবেন তা পুষ্টিবিদের থেকে জেনে নেয়াই ভালো।
লেখক: চর্ম, যৌন ও এলার্জি রোগ বিশেষজ্ঞ ও কনসালট্যান্ট, গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল, ৩২, গ্রীন রোড, ধানমণ্ডি, ঢাকা। রুম নাম্বার ৪৩২, সাক্ষাতের সময়  বিকাল ৪-৬টা পিএম। 
সেল-০১৭১৫৬১৬২০০, ০১৭৩৩৭১৭৮৯৪

 

শরীর ও মন থেকে আরও পড়ুন

শরীর ও মন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status