ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

শরীর ও মন

আলসারেটিভ কোলাইটিসজনিত পেট ব্যথা

ডা. মোহাম্মদ তানভীর জালাল
৭ এপ্রিল ২০২৫, সোমবার

আলসারেটিভ কোলাইটিস হচ্ছে পেটের প্রদাহজনিত যন্ত্রণাদায়ক সমস্যা। এর ফলে বৃহদান্ত্র ও কোলনে প্রদাহ এবং ঘা হয়। এ ঘা রোগীর পেটে ব্যথার সৃষ্টি করে। ছোট ছোট আলসার বা ঘা পুরো কোলনকে ক্ষতিগ্রস্ত করে। সঠিক খাদ্যাভ্যাস এবং সচেতন না হওয়ায় আমাদের দেশে এ রোগে আক্রান্তের হার বাড়ছে।
কাদের হয়, কেন হয়: আলসারেটিভ কোলাইটিস রোগটি সাধারণত ২০ থেকে ৪০ বছর বয়সের মাঝামাঝি মানুষের মধ্যে বেশি দেখা যায়। কেন হয় তার কারণ নির্ণয় করা যায়নি। তবে নিকট আত্মীয়, যেমন মামাতো, চাচাতো, খালাতো ও ফুপাতো ভাইবোনদের সন্তানদের মধ্যে এ রোগ দেখা দিতে পারে। সাধারণত কোলনের অন্ত্র গাত্রের আবরণ দুর্বল হলে এ রোগ হতে পারে। দুশ্চিন্তা বা দীর্ঘ সময় আমাশয় ভুগলে আলসারেটিভ কোলাইটিসের উপসর্গগুলো বার বার দেখা দিতে পারে।
লক্ষণ:
ঘন ঘন পাতলা পায়খানা হওয়া। 
পায়খানার সঙ্গে রক্ত পড়া।
মলদ্বার দিয়ে মিউকাস কিংবা আমজাতীয় পদার্থ বের হওয়া। 
তলপেটে মোচড় দেয়া এবং সঙ্গে প্রচণ্ড পায়খানার বেগ অনুভব করা।
রোগীর শরীরে পানি, লবণ এবং রক্তশূন্যতা দেখা দেয়া। 
আক্রান্তের অবস্থা: যথাসময়ে আলসারেটিভ কোলাইটিসের চিকিৎসা না হলে গুরুতর সমস্যা তৈরি হতে পারে। যেমন:
কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা। 
কোমর, মেরুদণ্ড, হাঁটু, পায়ের গোড়ালিসহ দেহের বিভিন্ন জয়েন্টে ব্যথা হওয়া। 
চামড়ার মধ্যে লাল দাগ বা আলসার হওয়া। 
চোখের প্রদাহজনিত রোগ হয়ে অন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হওয়া। 
মুখ, হাত ও পায়ে পানি এসে শরীর ফুলে যাওয়ার সমস্যা। 
জন্ডিসসহ লিভারের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে লিভার নষ্ট হওয়ার আশঙ্কা। 
চিকিৎসা: সাধারণত স্টেরয়েড ও সালফাসেলজিন জাতীয় ওষুধ দিয়ে এ রোগের চিকিৎসা করা হয়। তবে হাইড্রোকরটিসন, এজাথায়েপ্রিন অথবা সাইক্লোসপোরিন ব্যবহার করলে অনেকের মুখ ও শরীর ফুলে যায়, মাথার চুল পড়ে, অনিদ্রা, অরুচি, হাতে-পায়ে জ্বালাপোড়া, বমি বমি ভাবসহ নানাবিধ শারীরিক অসুবিধা হতে পারে।
অপারেশন: আলসারেটিভ কোলাইটিসের স্থায়ী চিকিৎসা হতে পারে অপারেশন। তবে সব রোগীর ক্ষেত্রে অপারেশনের দরকার হয় না।
যেসব ক্ষেত্রে অপারেশন দরকার-
রোগীর অবস্থা সংকটাপন্ন হলে। 
রোগী ঘন ঘন পায়খানায় যেতে যেতে হাঁপিয়ে ওঠা। 
পায়খানা ধরে রাখতে না পারলে এবং রক্তশূন্যতায় ভুগলে। 
দীর্ঘমেয়াদি স্টেরয়েড ব্যবহার করার পরও স্টেরয়েড কাজ না করলে। 
কোলনোস্কপি বা সিগময়ডোস্কোপি করার পর ক্যান্সার ধরা পড়লে।
 

লেখক: সহযোগী অধ্যাপক (কোলোরেক্টাল সার্জারি বিভাগ) কোলোরেক্টাল, ল্যাপারোস্কপিক ও জেনারেল সার্জন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, (পিজি) ঢাকা। চেম্বার: ১৯ গ্রীন রোড, এ. কে. কমপ্লেক্স, লিফট-৪, ঢাকা। 
ফোন: ০১৭১২৯৬৫০০৯।

শরীর ও মন থেকে আরও পড়ুন

শরীর ও মন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status