ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শরীর ও মন

লাগাতার মানসিক অবসাদের ওষুধ খেলে বাড়তে পারে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৭:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৪২ পূর্বাহ্ন

mzamin

২০২৫ সালে প্রকাশিত ইউরোপীয় সোসাইটি অফ কার্ডিওলজির  একটি নতুন গবেষণায় অ্যান্টিডিপ্রেসেন্টস (AD) ব্যবহারের সাথে হঠাৎ হৃদরোগে মৃত্যুর ঝুঁকি ( sudden cardiac death বা SCD) বৃদ্ধির মধ্যে একটি উদ্বেগজনক সম্পর্ক প্রকাশ করা হয়েছে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে  ওষুধ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে। হঠাৎ হৃদরোগে মৃত্যুর ঘটনা সাধারণত লক্ষণ দেখা দেওয়ার এক ঘন্টার মধ্যে অথবা অজ্ঞাত ক্ষেত্রে ২৪ঘন্টার মধ্যে ঘটে ।২০১০ সালে, ডেনমার্কে ১৮ থেকে ৯০ বছরের ব্যক্তিদের ডেথ সার্টিফিকেট এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে গবেষণাটি করা হয়। ৬৪ হাজারেরও বেশি অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহারকারীর সঙ্গে প্রায় ৪.৩ মিলিয়ন মানুষের তথ্য মিলিয়ে দেখা হয়।দেখা গেছে, যাঁরা অ্যান্টিডিপ্রেসেন্ট খাচ্ছিলেন, তাঁদের মধ্যে হৃদরোগজনিত মৃত্যুর ঘটনা বেশি। অ্যান্টিডিপ্রেসেন্টের সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে, হঠাৎ হৃদরোগের মৃত্যুর ১,৯৮১টি ঘটনা রেকর্ড করা হয়েছে, যেখানে অপ্রকাশিত গোষ্ঠীতে এই সংখ্যা ৪,০২১টি।  গবেষণায় এ ছাড়াও নানা গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে।   

গবেষণা বলছে, অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহারের পরিমাণ ও সময়কালের সঙ্গে এই ঝুঁকি বাড়ে। বয়স, লিঙ্গ এবং অন্যান্য স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার কথা বিবেচনা করে দেখা গেছে, ১ থেকে ৫ বছর ধরে যাঁরা অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহার করছেন তাঁদের হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি ৫৬% বৃদ্ধি পেয়েছে, যেখানে ৬ বছর বা তার বেশি ব্যবহারের ফলে ঝুঁকি বেড়েছে ২.২ গুণ।৩০ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে, ১ থেকে ৫ বছর অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহারের ফলে তাঁদের হঠাৎ হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি প্রায় তিন গুণ বেড়ে যায়, এবং যাঁরা ৬ বছর বা তার বেশি সময় ধরে এসব ওষুধ ব্যবহার করছেন, তাঁদের ঝুঁকি ৫ গুণ বেশি ঝুঁকি রয়েছে। 

বয়স্ক ব্যক্তিদের, বিশেষ করে ৫০-৫৯ বছর বয়সীদের ক্ষেত্রে, ১ থেকে ৫ বছর অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহারের ফলে হঠাৎ হৃদরোগে মৃত্যুর ঝুঁকি দ্বিগুণ হয়ে যায় এবং ছয় বা তার বেশি বছর ধরে ব্যবহারের ফলে চারগুণ বেড়ে যায়। কোপেনহেগেনের রিগশোস্পিটালেট হজার্টেসেন্ট্রেটের গবেষণার সহ-লেখক ডঃ জেসমিন মুজকানোভিচ বলছেন, অ্যান্টিডিপ্রেসেন্ট শুধু হৃদরোগ নয়  আরও গুরুতর  অসুস্থতার কারণ হতে পারে।   বিষণ্নতার সাথে সম্পর্কিত আচরণগত বা জীবনযাত্রার কারণগুলো মানুষের ওপর প্রভাব ফেলতে পারে, যেমন বিলম্বিত স্বাস্থ্যসেবা এবং হৃদপিণ্ডের দুর্বল  স্বাস্থ্য। এই নতুন গবেষণাটি অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধের সাথে সম্পর্কিত সম্ভাব্য কার্ডিওভাসকুলার ঝুঁকিগুলি আরও ভালভাবে বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজনীয়তার উপর জোর দেয়, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে  ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে।

সূত্র :  হিন্দুস্থান টাইমস

শরীর ও মন থেকে আরও পড়ুন

আরও খবর

শরীর ও মন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status