ভারত
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কথা শুনতে শুনতে নির্মলা সীতারামন বললেন, ভারতই বা কম কিসে!
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৩ আগস্ট ২০২২, বুধবার, ১০:০৭ পূর্বাহ্ন

বিগত কয়েক বছর ধরেই তিনি শুনে আসছেন বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের কথা। পার ক্যাপিটা ইনকাম অথবা জিডিপিতে তাদের উঠে আসার কাহিনী। এবার সংসদে ধৈর্যের বাঁধ ভাঙলো ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। তিনি বললেন, ভারত অর্থনীতিতে কম যায় না। সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলির মধ্যে ৫০টি দেশের যে তালিকা প্রস্তুত করেছে, তাতে ভারত আছে ষষ্ঠ স্থানে আর বাংলাদেশ ৪১তম স্থানে। শুধু তাই নয়, ভারতীয় অর্থমন্ত্রী পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০১৩ সালে বাংলাদেশের মাথা পিছু আয় ছিল তিন হাজার ১৪৩ মার্কিন ডলার, সেই সময় ভারতের মাথা পিছু আয় ছিল পাঁচ হাজার ৫৭ টাকা। আর এখন বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম সাত হাজার ৩৩৪ ডলার, ভারতেরও তাই। তাহলে ভারতে অর্থনীতির অগ্রগতি কোনও দেশের থেকে কম হয়নি। ভারতীয় অর্থমন্ত্রী সম্ভবত ভুলে গেছেন যে, জনসংখ্যায় বাংলাদেশ ভারতের থেকে অনেক পিছিয়ে। দুদেশের মাথা পিছু আয় সমান হলে ভারতীয় অর্থনীতির তা দুর্বলতা বলেই ধরে নিতে হবে।