খেলা
‘প্রথমবার’ জিম্বাবুরের কাছে সিরিজ হার টাইগারদের
স্পোর্টস ডেস্ক
৩ আগস্ট ২০২২, বুধবার
জয়ের জন্য ১৯ রান প্রয়োজন ছিল শেষ ওভারে। কিন্তু একজন ‘রায়ান বার্ল’ হয়ে উঠতে পারলেন না আফিফ হোসেন। আফিফের ২৭ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসটি বিফলেই গেল। বাংলাদেশকে ১০ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এটি জিম্বাবুয়ের প্রথম সিরিজ জয়।গতকাল হারারেতে আগে ব্যাট করে রায়ান বার্লের বিধ্বংসী ফিফটিতে ৮ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ৮ উইকেটে ১৪৬ রানে থামে বাংলাদেশ দল। টানা দুই ম্যাচে দারুণ খেলা লিটন কুমার দাস রান তাড়ায় শুরুটা করেন ইতিবাচক। ৫ বলে ২ বাউন্ডারিতে করে ফেলেন ১৩। কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারে অনেকটা দুভার্গ্যবশত আউট হয়ে যান লিটন। ভিক্টর নিয়াউচির লেগ সাইডের বলে একটু আগেভাগে ব্যাট চালাল, লিডিং-এজড হয়ে নিয়াউচির হাতেই ক্যাচ যায়।