ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

বাজারব্যবস্থা সংস্কার করে জনগণকে রক্ষা করুন: সাইফুল হক

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ৭:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৫৩ অপরাহ্ন

mzamin

উৎপাদক ও জনগণকে রক্ষায় জরুরি ভিত্তিতে বাজারব্যবস্থা সংস্কারের পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রোববার ঢাকার দোহারে ইটাখোলা প্রাথমিক বিদ্যালয় মাঠে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি  দোহার উপজেলা শাখার কর্মী সমাবেশে তিনি এ আহ্বান জানান। 
সাইফুল হক বলেন, অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার কাজে আসবে না। বিদ্যমান আয় ও ধনবৈষম্য টিকে থাকলে সমাজে সাম্য প্রতিষ্ঠা করা যাবে না। রাজনৈতিক সংস্কার টেকসই করতে হলে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে। 
তিনি বলেন, পাকিস্তানি জমানার মত এখনও একদেশে যেন দুই সমাজ এবং দুই অর্থনীতি চলছে। দেশের রাজনৈতিক দল ও সুশীল সমাজের রাজনৈতিক সংস্কারে যত আগ্রহ, অর্থনৈতিক সংস্কারে সেই আগ্রহ দেখা যায় না। অনেকগুলো সংস্কার কমিশন গঠন হলেও বৈষম্যবিলোপে কোন কমিশন গঠিত হয়নি। গত সাড়ে ৫ মাসে অর্থনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়া হয়নি।
সাইফুল হক বলেন  রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। কারও ভুল বা হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না। এব্যাপারে রাজনৈতিক দল ও জনগণকে সতর্ক থাকতে হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও নির্বাচনের পথে গণতান্ত্রিক অভিযাত্রায় নিজেদের লক্ষ্যে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দোহার উপজেলার সম্পাদক আবদুল হাকিম আমিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,  আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, পার্টির নবাবগঞ্জ জেলার সংগঠক শাহাদাত হোসেন খোকন, খন্দকার আলী আব্বাস প্রমুখ।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

ফারুক খানের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস/ শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না

ছাত্রদের নতুন দল / সদস্য সচিব পদ নিয়ে টানাপোড়েন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status