অনলাইন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি
অনলাইন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৯ অপরাহ্ন

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
তিনি বলেন, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করেছে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে। প্লেনে কোনো বোম্ব থ্রেট আছে কি না তা জানতে প্লেনটিতে বোমা ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী পাঠানো হবে। বর্তমানে নিরাপত্তাকর্মীরা প্লেনটি ঘিরে রেখেছেন বলেও জানান তিনি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বোম ডিসপোজাল ইউনিট উড়োজাহাজের ভেতরে সিট, করিডর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালাচ্ছেন। তল্লাশি করা হচ্ছে যাত্রীদের হ্যান্ড ব্যাগেজ। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ উড়োজাহাজের ভেতরেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হবে। যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন।
পাঠকের মতামত
যে কেউ যে কোন ফোন থেকে হুমকি দিতেই পারে, এটাকে গুরুত্ব কতটুকু দিতে হবে সেটাই বিবেচনা করবার মত গুরুত্ব কতটুকু সেটা যেন আগে বিবেচনা করা হয়।
যাত্রী হয়রানি বন্ধ করুণ । রেমিটেন্স যোদ্ধাদের যে ভাবে বিমান বন্দরে মারধোর করা হচ্ছে । তাতে বিমান এমনিতেই বন্ধ হয়ে যাবে ।
এটা আবার কি জিনিস?